শাকিব-চঞ্চল-মোশাররফ-শুভর চতুর্মুখী লড়াই, থাকছে রাজ-আদরও
Published: 7th, June 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রে বইছে ঈদের রঙিন উৎসব। ঈদের হাওয়া লেগেছে প্রেক্ষাগৃহে। এবার ঈদুল আজহায় জমজমাট এক তারকাযুদ্ধের সাক্ষী হতে চলেছে সিনেপ্রেমীরা। সামনে দাঁড়িয়ে ছয়টি বড় বাজেটের, চর্চিত সিনেমা—আর তাদের কেন্দ্রবিন্দুতে শোবিজের হেভিওয়েট নায়করা: শাকিব খান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আরিফিন শুভ, শরীফুল রাজ, আদর আজাদ, সুমিত সেনগুপ্ত।
ঢালিউডে এখন ঈদের মুক্তিকে ঘিরে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। কেউ প্রচারে ব্যস্ত, কেউ পোস্ট-প্রোডাকশনের কাজে। শুরুতে ১০টি সিনেমা মুক্তির কথা শোনা গেলেও শেষ রেসে টিকে আছে ৬টি— ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার: কর্মফল’ ও ‘নীলচক্র’। আর এ ছয় সিনেমাই তৈরি করছে ঈদের বক্স অফিসে এক উত্তেজনাপূর্ণ লড়াই।
শাকিব খানের 'তাণ্ডব'—নায়কের রাজসিক প্রত্যাবর্তন
আরো পড়ুন:
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম
‘তাণ্ডব’ এর সংবাদ সম্মেলনে কে কী বললেন?
শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমা যেন শাকিবের নতুন যুগের সূচনা। সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকারা। এতে চমক হিসেবে থাকছেন আরফান নিশো ও সিয়াম আহমেদ। ঈদে ‘তাণ্ডব’ শুধু সিনেমা নয়, শাকিব-ভক্তদের জন্য উৎসব।
‘উৎসব’—মঞ্চ থেকে সিনেমার পর্দায়
অন্যদিকে চমক হয়ে হাজির হচ্ছে ‘উৎসব’। এক ফ্রেমে চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম ও ইন্তেখাব দিনার—নব্বই দশকের নাটকের সোনালি সময় যেন আবার ফিরছে বড় পর্দায়। পরিচালনায় তানিম নূর।
রাজ-মোশাররফের অ্যাকশনধর্মী ‘ইনসাফ’
আধুনিক অ্যাকশনের ছোঁয়ায় ‘ইনসাফ’ নির্মাণ করেছে বিশাল আগ্রহ। রাজের নতুন লুক ও মোশাররফ করিমের রূঢ় এক রূপ এখানে আকর্ষণের কেন্দ্র। পরিচালনায় সঞ্জয় সমাদ্দার।
প্রেম-সংগীত-শিকড়— ‘টগর’ নিয়ে আসছেন আদর আজাদ
আদর আজাদের অ্যাকশন ও রোমান্টিক উপস্থিতির-টগর
‘টগর’ সিনেমার গান আর টিজার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ ও পূজা চেরীর রোমান্টিক কেমিস্ট্রি এবার ঈদে দর্শকের মন কেড়েই নেবে বলে ধারণা।
‘এশা মার্ডার: কর্মফল’—রহস্যে মোড়া থ্রিলার
গত বছর অপেক্ষায় থাকা থ্রিলার ‘এশা মার্ডার: কর্মফল’ অবশেষে মুক্তির আলো দেখছে। সানী সানোয়ারের পরিচালনায় এই সিনেমায় একঝাঁক তারকার ভিড়—মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত, শহিদুজ্জামান সেলিম থেকে শুরু করে শতাব্দী ওয়াদুদ, পূজা ক্রুজ, আনিসুল হক বরুণ প্রমুখ।
শুভর ‘নীলচক্র’—অন্ধকার জগতের নীল রহস্য
ফেব্রুয়ারিতে সার্টিফিকেট পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে আরিফিন শুভ ও মন্দিরার অনস্ক্রিন রসায়ন। এই সিনেমা ঘিরে চলছে ধোঁয়াশা, থ্রিল, ও উত্তেজনার পারদ চড়ানোর প্রস্তুতি।
চতুর্মুখী তারকার লড়াইয়ে ঈদে কে বাজিমাত করবে? এমন প্রশ্ন সিনেমাপ্রেমী মানুষদের মাঝে। এই ঈদে প্রেক্ষাগৃহে নেমে আসবে যেন এক তারকাবহুল মহারণ। দর্শক পাবে ভিন্ন ঘরানার গল্প, অভিনয়শৈলী আর চমকপ্রদ কাস্টিংয়ের সমাহার। এখন দেখার পালা—শাকিবের ‘তাণ্ডব’ দর্শক মাতায়, না কি চঞ্চলের ‘উৎসব’ নস্টালজিয়ায় ভাসায়? রাজ-মোশাররফের অ্যাকশন না শুভর থ্রিল?
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম শ ররফ অ য কশন
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি