সাভারে চামড়া সংগ্রহ ৩.৭৮ লাখ, সিইটিপি নিয়ে ফের উদ্যোগে সরকার
Published: 10th, June 2025 GMT
চামড়া সংগ্রহ ও মূল্য নিশ্চিত করতে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “আমাদের চেষ্টা ছিল চামড়া ভালোভাবে সংগ্রহ করা এবং বিক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্য পান তা নিশ্চিত করা।”
কিছু জায়গায় লবণ দিতে দেরি ও ত্রুটির কারণে চামড়া নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (৯ জুন) দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সভা করেন তিনি। বিসিক কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিসিক, উপজেলা প্রশাসন, ডিটিআইইডব্লিউটিপিসিএল, ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
আদিলুর রহমান খান বলেন, সোমবার দুপুর পর্যন্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরে ৩ লাখ ৭৮ হাজার পিস চামড়া প্রবেশ করেছে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে আরো সাড়ে ৭ লাখ পিস চামড়া।”
ত্রুটিপূর্ণ সিইটিপি নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, “এটির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রমও চলছে।”
শিল্প সচিব মো.
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, ট্যানারি মালিকরা ইতোমধ্যে ৪ লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন। ঢাকায় এবার ৮-১০ লাখ পিস পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি। কোরবানি কম হওয়ায় চামড়া সরবরাহ শতকরা ১০ ভাগ কম হবে।
তিনি বলেন, “লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদের অভাবে চামড়ার দরপতন ঘটছে। ট্যানারিগুলো এলডব্লিউজি সনদ না পাওয়ায় কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা পাচ্ছি না। সিইটিপি যদি এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে হয়, বা পরিবেশ অধিদপ্তর অনুমোদিত হয়, তাহলে চামড়ার দাম দ্বিগুণ করা সম্ভব।”
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট স ইট প স গ রহ রহম ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন