প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগে স্বস্তিতে মানুষ রাজধানীতে ফিরতে শুরু করছে। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা ঢাকায় ফিরছে।

চট্টগ্রামে থেকে আসা মেহেবুবা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘‘এবার আমাদের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় অনেক স্বস্তিদায়ক ছিল। আমি একজন বেসরকারি চাকরিজীবী, অফিস খোলা তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। ঈদযাত্রায় রেলের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ পেতে পারে।’’

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। এবার ৫ জুন থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। আগামী ১৪ জুন ছুটি শেষ হবে। 

আরো পড়ুন:

ঢাকা দক্ষিণে বর্জ্য সরানোর কাজ শেষ, ৩১ হাজার টন বর্জ্য অপসারণ

ডিএনসিসির প্রশাসক
ঈদের ৩ দিনে ডিএনসিসির ২০ হাজার টন বর্জ্য অপসারণ

রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেসের যাত্রী তানজিল আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘‘এবারের ঈদযাত্রায় আমাদের ভোগান্তি পেতে হয়নি। একেবারে ঠিক সময়ে ট্রেন চলে আসছে। আর কোনো অসুবিধাও হয়নি। ঈদের সময় সহ সব সময় যদি ট্রেনের সেবা এমন থাকে তাহলে সাধারণ যাত্রীরা স্বস্তিতে তাদের গন্তব্যে যেতে পারবে এবং ট্রেন তাদের যে দুর্নাম সেটা কাটিয়ে উঠতে পারবে।’’ 

বাংলাদেশ রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘ছুটি কাটিয়ে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার খবর আমাদের কাছে নেই। যাত্রীদের কাছে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল শুনে আমাদের ভালো লাগছে। আমরা ঈদ করতে যেতে পারিনি তবে এর জন্য কোনো কষ্ট নেই। মনে হচ্ছে পরিবারের সঙ্গে আছি।’’

ঢাকা/রায়হান/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদয ত র স বস ত আম দ র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ