গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যকার মূল সমস্যাগুলো সমাধানে বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি তাঁর লন্ডন সফরের সময় এ আহ্বান জানান। সেখানে তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বিলাওয়াল একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরা এবং নয়াদিল্লির অভিযোগগুলোর মোকাবিলা করা। তাদের এই বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে দলটি লন্ডন সফর করছে। প্রতিনিধিদলে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হিনা রাব্বানি খার এবং খুররম দস্তগীর; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজুয়ারি এবং বুশরা আঞ্জুম বাট; এ ছাড়া আছেন জ্যেষ্ঠ দূত জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।

লন্ডনে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘সংঘাতের সময় আমাদেরই পাল্লা ভারী ছিল। এই সুবিধা থাকা সত্ত্বেও আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলাম এই শর্তে যে, ভবিষ্যতে একটি নিরপেক্ষ স্থানে সব উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় জম্মু ও কাশ্মীর বিরোধ দ্রুত সমাধান হবে কি না, বিলাওয়ালের কাছে সাংবাদিকেরা জানতে চান। বিলাওয়াল বলেন, তিনি আশা করছেন ট্রাম্প বা তাঁর সরকার তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করবে। কারণ, সংঘাতের সময় পাকিস্তানের প্রতিরক্ষা অবস্থান ভারতের চেয়ে ভালো ছিল।

বিলাওয়াল দাবি করেন, পাকিস্তান ভারতের ২০টি জেটকে চিহ্নিত (লক) করেছিল; কিন্তু মাত্র ছয়টি ভূপাতিত করেছে এবং বিশ্বশান্তির জন্য সংযম দেখিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে এবং বিশ্বকে তাদের প্রতিরোধক্ষমতা দেখিয়েছে।

বিলাওয়াল আরও বলেন, ‘আমরা আশা করি যে আন্তর্জাতিক পর্যায়ে, তা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যই হোক না কেন, তারা সবাই তাদের ভূমিকা পালন করবে এবং ভারতকে আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য রাজি করাবে।’ তিনি বলেন, ‘আমরা কাশ্মীরসহ সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চাই। সব সমস্যার সমাধান কাশ্মীর থেকেই শুরু হবে।’

বিলাওয়াল বলেন, ছয়টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান তার শক্তি প্রদর্শন করেছে, এবং এখন শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দশ ব্যাংকেই তিন লাখ কোটি টাকার খেলাপি ঋণ

লুকিয়ে রাখা খেলাপি ঋণের আসল চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে মন্দ ঋণ যেন লাফিয়ে বাড়ছে। গত মার্চ শেষে ব্যাংক খাতের চার লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা বা ২৪ দশমিক ১৩ খেলাপিতে পরিণত হয়েছে। এর মধ্যে দশ ব্যাংকেই রয়েছে প্রায় তিন লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 
সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে অনিয়ম-জালিয়াতির শীর্ষে থাকা ব্যাংকগুলোই রয়েছে এ তালিকায়। সরকার ঘনিষ্ঠরা বিভিন্ন ব্যাংকে একক আধিপত্য বিস্তর করে নামে-বেনামে বিভিন্ন উপায়ে আমানতকারীর টাকা আত্মসাৎ করেন; যার একটি বড় অংশ পাচার করা হয়। ফলে এসব ঋণ আর ফেরত আসছে না। গত ৫ আগস্টের আগে টাকা ফেরত না দিয়েও ঋণ নিয়মিত দেখানোর যে ব্যবস্থা ছিল তাও বন্ধ হয়েছে। এসব কারণে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। 

পরিমাণ বিবেচনায় খেলাপি ঋণে এখন শীর্ষে রয়েছে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক। ব্যাংকটির ৯৪ হাজার ৭৩৫ কোটি টাকা ঋণের মধ্যে ৭০ হাজার ৮৫৬ কোটি টাকা এখন খেলাপি। মোট ঋণের যা ৭৪ দশমিক ৭৮ শতাংশ। ব্যাংকটিতে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৪ হাজার কোটি টাকা এবং এস আলমের ১০ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। এছাড়া ক্রিসেন্ট লেদার, অ্যানটেক্স, বিসমিল্লাহসহ বিভিন্ন জালিয়াতি ঘটেছে এই ব্যাংকে। ঋণের ৭৫ শতাংশই খেলাপি হয়ে পড়ায় ভীষণ দুরবস্থায় পড়েছে জনতা ব্যাংক। 

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান সমকালকে বলেন, এসব ঋণের সবই আগে বিতরণ করা। ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর জোর প্রচেষ্টার অংশ হিসেবে আদায় কার্যক্রম জোরদার করেছে। ছোট ছোট ঋণ আদায়ে বেশ কিছু বন্ধকি সম্পত্তি বিক্রি করা হয়েছে। বড়দের ক্ষেত্রে একই গ্রাহকের একাধিক ব্যাংকে ঋণ রয়েছে। সব ব্যাংক মিলে তাদের থেকে যৌথভাবে আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার আদায় অনেক ভালো। আবার গত ডিসেম্বরের তুলনায় আমানত ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। 

দ্বিতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ এখন ইসলামী ব্যাংক বাংলাদেশের। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির দখল নিয়ে জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ নিয়ে গেছে। গত মার্চ শেষে ইসলামী ব্যাংকের ৪৭ হাজার ৬১৮ কোটি টাকা বা ২৭ দশমিক ৩৮ শতাংশ খেলাপি দেখানো হয়। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের ২৯ হাজার ৭২১ কোটি টাকা বা ৪১ দশমিক ৪১ শতাংশ খেলাপি। দীর্ঘদিন সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ব্যাংকের ২৭ হাজার ৩৫২ কোটি টাকা বা ৬৪ দশমিক শূন্য ৩ শতাংশ খেলাপি। সালমান এফ রহমান নিয়ন্ত্রণ করে আসা আইএফআইসি ব্যাংকের ২৫ হাজার ৭৯১ কোটি টাকা বা ৫৮ দশমিক ৩৯ শতাংশ এখন খেলাপি। 

পর্যায়ক্রমে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ২৫ হাজার ৩০৩ কোটি টাকা বা ৮৯ দশমিক ৮১ শতাংশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ২২ হাজার ৬৪৬ কোটি টাকা বা ৩৬ দশমিক ৬৩ শতাংশ। ব্যাংক দুটি পরিচালিত হচ্ছিল এস আলমের নিয়ন্ত্রণে। খেলাপি ঋণে এর পরের অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। হলমার্কসহ বিভিন্ন জালিয়াতিতে আলোচিত ব্যাংকটির খেলাপি ১৯ হাজার ৯১ কোটি টাকা বা ২১ দশমিক ১১ শতাংশ। রূপালী ব্যাংকের ১৭ হাজার ১২৩ কোটি টাকা বা ৩৫ দশমিক ৬২ শতাংশ এখন খেলাপি। দশম অবস্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের ১৪ হাজার ৩৬০ কোটি টাকা বা ৩৭ দশমিক ৫৮ শতাংশ খেলাপি। 
খেলাপি ঋণের পরিমাণের দিক দিয়ে এসব ব্যাংক শীর্ষে থাকলেও আনুপাতিক হারে সব ক্ষেত্রে এসব ব্যাংক শীর্ষে নয়। বর্তমানে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ১ হাজার ৩৭২ কোটি টাকা ঋণের মধ্যে ৯৮ দশমিক ৯৬ শতাংশই খেলাপি। আইসিবি ইসলামিক ব্যাংকের ৬৬৫ কোটি টাকা বা ৯১ শতাংশ ঋণ খেলাপি। মূলত এসব ব্যাংকের ঋণের পরিমাণ কম থাকায় পরিমাণের শীর্ষ ব্যাংকের তালিকায় নেই। 
খেলাপি ঋণের পরিমাণে শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে কেবল ইউনিয়ন, জনতা, ন্যাশনাল ও আইএফআইসি ব্যাংক শতাংশেও শীর্ষ ১০-এ রয়েছে। এসবের বাইরে মহীউদ্দীন খান আলমগীর ও চৌধুরী নাফিজ সরাফতের জালিয়াতির শিকার পদ্মা ব্যাংকের ৮৭ দশমিক ১৮, আব্দুল হাই বাচ্চুর বেসিকে ৬৯ দশমিক ৩৪ শতাংশ, এস আলমের বাংলাদেশ কমার্সে ৬৭ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে ৫৪ দশমিক ৩৬ শতাংশ খেলাপি ঋণ। 

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার 
গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে। মূলত খেলাপি ঋণ আদায় জোরদারের চেয়ে এতোদিন নীতি সহায়তা দিয়ে তথ্য আড়ালের কারণেই এ অবস্থা তৈরি হয়। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের আগ 
থেকে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতপশিল ব্যবস্থা চালু হয়। এরপর কখনও বিশেষ সুবিধায় ঋণ পুনঃতপশিল, কখনো পুনর্গঠন বা ঋণ ফেরত না দিয়েও নিয়মিত দেখানোর সুযোগ দেওয়া হয়। এভাবে লুকিয়ে রাখা খেলাপি ঋণ এখন বেরিয়ে আসছে।
 

সম্পর্কিত নিবন্ধ