কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে চলমান সংকট নিরসনে মধ্যস্থতা করার জোর ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাজার বছর ধরে চলা এই সংকট সমাধানের পথ তিনি বের করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা মেনে নেওয়ার জন্য দুই দেশের প্রশংসা করেন। বুধবার হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। 

ট্যামি ব্রুস বলেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি বিশ্বের বড় বড় সংকট সমাধানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হয়েছেন। এর আগে এটা কেউ ভাবতেও পারেনি। কাশ্মীর সমস্যা সমাধানের ব্যাপারেও তিনি আশাবাদী। ট্রাম্পের মধ্যস্থতায় এই আঞ্চলিক সংকটের সমাধান হলে অবাক হওয়ার কিছু থাকবে না।     

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করেছে। বর্তমানে দলটি যুক্তরাজ্যে অবস্থান করছে। সফরে তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠক করেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতাসহ পাকিস্তান-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয়-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। হুকার চলমান যুদ্ধবিরতির প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ডন জানায়, ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে এখন আরও বেশি তৎপর। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির ক্রমবর্ধমান লবিংয়ের বিরুদ্ধে ইসলামাবাদ বিশ্বব্যাপী জনমত গঠনে আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছে। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনায় পাকিস্তান সায় দিলেও ভারত এই মধ্যস্থতায় রাজি নয়। দিল্লির বক্তব্য, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে অন্য কেউ মাথা ঘামাক তা তারা চায় না।   

অন্যদিকে, ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন। তিনি মার্কিন সিনেটে একটি শুনানি চলাকালে বলেন, নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ওয়াশিংটন। 
জিও টিভি জানায়, পাকিস্তানের সঙ্গে সহযোগিতার বিষয়ে পল কাপুরের বক্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, পল কাপুর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।  


 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র পরর ষ ট র সহয গ ত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ