বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে–ছিটিয়ে আছে নানা জাতের আম। সংখ্যাটি প্রায় ৮০০, যার অধিকাংশই স্থানীয় জাতের। কোনোটি মিষ্টি কিন্তু কোনো ঘ্রাণ নেই, কোনোটি আকারে ছোট কিন্তু সুঘ্রাণ আছে, আবার কোনোটির সুঘ্রাণ আছে কিন্তু আঁটি বড়, কোনোটির আঁশ অনেক বেশি কিন্তু আঁটি ছোট—এমন সব বৈচিত্র্যে ভরা। এক আমের মধ্যে একাধিক ভালো বৈশিষ্ট্য যুক্ত করে নতুন জাত করার তাগিদ থেকে শুরু হয় আম নিয়ে গবেষণা।

গবেষণার সাফল্য হিসেবে বাংলাদেশের বাজারে এখন পাওয়া যায় নতুন নতুন জাতের আম। এমন নতুন জাতের সংখ্যা ১৮টি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমের তিনটি হাইব্রিড জাতসহ মোট ১৮টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ১৪টি চাঁপাইনবাবগঞ্জের আম গবেষণা থেকে, বাকি চারটি রাজশাহীসহ অন্যান্য ফল গবেষণাকেন্দ্র থেকে হয়েছে।

গবেষণার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আমের নতুন জাত উদ্ভাবন নিয়ে বাংলাদেশে কাজ শুরু হয় ১৯৯৩ সালে। হাইব্রিডাইজেশন, ইন্ট্রোডাকশন, সিলেকশন ও মিউটেশন পদ্ধতিতে জাত উদ্ভাবনের কাজ চলে। এর মধ্যে হাইব্রিডাইজেশন পদ্ধতিতে চারটি, ইন্ট্রোডিউস পদ্ধতিতে দুটি ও সিলেকশন পদ্ধতিতে ১২টি নতুন জাতের আম পাওয়া গেছে। তবে মিউটেশন পদ্ধতিতে দেশে নতুন জাতের কোনো আম পাওয়া যায়নি।

পাবনার বাবুর বাগান থেকে আম সংগ্রহ করছেন এক ব্যাপারী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন জ ত র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ