নড়াইলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে দেওয়া চিঠিতে কেন তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির মুখপাত্র নুসরাত জাহান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

শোকজের নোটিশ পাওয়া তিন নেতা হলেন সংগঠনটির জেলা শাখার যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান (মেহেদী), আমিরুল ইসলাম ও সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম (মামুন)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন নড়াইল জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জড়িত ছিলেন জেলা শাখার যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান ও আমিরুল ইসলাম। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, আগামী সাত দিনের মধ্যে যৌক্তিক কারণ সংগঠনকে জানাতে হবে। একই সঙ্গে কারণ দর্শানোর আগপর্যন্ত তাঁকে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

নোটিশ পাওয়া আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘৯ জুন আমার ওপর হামলা করা হয়েছিল। আর এখন আমাকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি নিয়মানুযায়ী নোটিশের জবাব দেব।’

আরেক যুগ্ম সদস্যসচিব আমিরুল ইসলামকে ফোন দিলে তিনি মোটরসাইকেলে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান। অন্যদিকে সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনকে ফোন দিলেও তিনি ধরেননি।

সংগঠন সূত্রে জানা যায়, ৬ জুন সংগঠনের ফেসবুক পেজে জেলা প্রশাসকের উদ্দেশে একটি পোস্ট দেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান। পোস্টে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ছবি সংযুক্ত করে প্রশাসনকে শহীদ, আহত ও সাধারণ মানুষের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। পোস্টটি পরে আরেক যুগ্ম সদস্যসচিব আমিরুল ইসলাম মুছে ফেলেন। এ নিয়ে মেসেঞ্জার গ্রুপে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর ৮ জুন জ্যেষ্ঠ নেতারা মীমাংসার চেষ্টা করলেও তাঁরা সাড়া দেননি। পরদিন ৯ জুন নড়াইল শহরের পুরোনো বাস টার্মিনালে তাঁদের মধ্যে মারামারি হয়। এতে দুই-তিনজন আহত হন।

সংগঠনটির জেলা শাখার সংগঠক মিনহাজুল ইসলাম বলেন, অদক্ষ-অথর্ব ও অযোগ্য ব্যক্তিরা সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজ কুক্ষিগত করে রেখেছেন। তাঁদের অবহেলার জন্য এত বড় অঘটন ঘটেছে। যাঁরা সংঘর্ষে জড়িয়েছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। আহত আবদুর রহমান একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। জুলাই–পরবর্তী প্রেক্ষাপটে পুনরায় তাঁর আহত হওয়ার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। একই সঙ্গে রাশেদুলসহ অন্যরাও আহত হওয়া অনাকাঙ্ক্ষিত। এতে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য গ ম সদস যসচ ব আম র ল ইসল ম আবদ র রহম ন স গঠনট র ন স গঠন র আহ ব

এছাড়াও পড়ুন:

পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি

আগামীকাল সোমবার কনটেইনার পরিবহনের গাড়িচালক ও সহকারীদের সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে এ–সংক্রান্ত নির্বাচন উপপরিষদ।

কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দর রিপাবলিক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রাখায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এই গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, ডিপো ও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্দরসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের কাজে ব্যাহত হবে। তাই পালাক্রমে ভোট দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সে জন্য তাঁদের আহ্বান জানাই।’

প্রাইম মুভার ট্রেলারে করে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যবাহী দুই হাজার কনটেইনার ডিপোগুলো থেকে বন্দরে নেওয়া হয়। আবার আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপোতে নেওয়া হয় এ ধরনের গাড়িতে।

জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংগঠনটির সদস্যরা গাড়ি চলাচল স্বাভাবিক রেখে ভোট দিতে পারেন। তাহলে কাজের ক্ষতি হবে না।

এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটদানের সুবিধার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চাইলে ভোট দিয়ে গাড়ি চালাতে পারবেন যে কেউ। আশা করি দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, কনটেইনার পরিবহনের সাড়ে ৯ হাজার প্রাইম মুভার ট্রেলার রয়েছে। ভোটার হলেন ১০ হাজার ৪৫২ জন। তিন বছর মেয়াদে এই নির্বাচনে ২৫ পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র আন্দোলন ‘সরকারি আশ্বাসে’ স্থগিত
  • পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত