বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
Published: 13th, June 2025 GMT
ইরানে বড় আকারের হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে তার দূতাবাস বন্ধ করে দিচ্ছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার এবং জনসাধারণের স্থানে ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল কনস্যুলার পরিষেবা প্রদান করবে না এবং শত্রুতাপূর্ণ কার্যকলাপের মুখোমুখি হলে নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিষেবার সাথে সহযোগিতা করার আহ্বান জানানো যাচ্ছে।
দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে তার কোনো সময়সীমা দেওয়া হয়নি।
শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলার সময় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, জার্মানি ইহুদি ও ইসরায়েলি স্থানগুলোর সুরক্ষা জোরদার করছে।
রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্টকহোমের গ্রেট সিনাগগের বাইরে দৃশ্যমান নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনের কাছে একটি পুলিশ ভ্যান এবং গাড়ি পার্ক করা হয়েছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন