খাদ্যে বিষক্রিয়ায় ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, ১৬ জন হাসপাতালে
Published: 16th, June 2025 GMT
সাম্পদোরিয়ার মাঠে গতকাল রাতে সিরি ‘বি’ রেলিগেশন প্লে–অফ প্রথম লেগে ২-০ গোলে হেরেছে সালেরনিতানা। সেখান থেকে ফেরার পর আজ সালেরনিতানার পক্ষ থেকে জানানো হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁদের খেলোয়াড় ও ক্লাবের স্টাফ মিলিয়ে মোট ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে ইতালিয়ান ক্লাবটির অনুশীলনও বাতিল করা হয়।
আরও পড়ুনবিশ্বকাপে জায়গা করতে বিশ্বকাপজয়ীকে কোচের দায়িত্ব দিল ইতালি১১ ঘণ্টা আগেসালেরনিতানা জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের জেনোয়া শহরে সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে হারের পর দক্ষিণাঞ্চলের শহর সালের্নোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন খেলোয়াড় ও স্টাফরা, যা ক্লাবটির ভাষায় ‘মারাত্মক বিষক্রিয়া’।
সালেরনিতানার বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এতই খারাপ ছিল যে ‘সালের্নো বিমানবন্দরে অবতরণের পর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮ জন স্কোয়াডের খেলোয়াড়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচের আগে সালেরনিতানার খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে। সালের্নোয় ফেরার পথে উড়োজাহাজে এই হোটেলের প্রস্তুত করার খাবার খেয়েছেন দলটির খেলোয়াড়েরা।
আরও পড়ুন১০–০ গোলের জয় ক্লাব বিশ্বকাপের রেকর্ড, কিন্তু বায়ার্নের ইতিহাসে নয়২১ ঘণ্টা আগেসাবেক সিরি ‘আ’ চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলা সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে (তৃতীয় বিভাগ) নেমে গিয়েছিল গত মাসে। তবে পয়েন্ট তালিকায় দলটির ওপরে থাকা ব্রেসিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ায় সিরি ‘বি’তে টিকে থাকার দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়ে যায় সাম্পদোরিয়া। সুযোগ পায় সালেরনিতানার সঙ্গে প্লে–অফ খেলে টিকে থাকার।
প্লে–অফের ফিরতি লেগ আগামী শুক্রবার, তবে সালেরনিতানার পক্ষ থেকে এই ম্যাচ পেছানোর অনুরোধ করা হয়েছে, ‘যা ঘটেছে তা নিয়ে আমরা খুব চিন্তিত এবং এই মৌসুমের চূড়ান্ত মিনিটগুলো স্বাভাবিক ও শান্ত থেকে খেলার বিষয়ে এটা ঝুঁকি তৈরি করেছে।’
সাম্পদোরিয়ার অধিকাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরের ব্যবসায়ী জোসেপ তে। পতন ঠেকাতে গত এপ্রিলে ক্লাবের আইকন আলবেরিকো ইভানি ও আত্তিলো লোমবার্দোকে কোচ বানিয়ে ফিরিয়েছে ক্লাবটি। লিওনার্দো সেমপ্লাইস, আন্দ্রেয়া সোত্তিল ও আন্দ্রেয়া পিরলোর পর এ মৌসুমে সাম্পদোরিয়ার চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইভানি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম পদ র য় র স ল রন ত ন র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫