খাদ্যে বিষক্রিয়ায় ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, ১৬ জন হাসপাতালে
Published: 16th, June 2025 GMT
সাম্পদোরিয়ার মাঠে গতকাল রাতে সিরি ‘বি’ রেলিগেশন প্লে–অফ প্রথম লেগে ২-০ গোলে হেরেছে সালেরনিতানা। সেখান থেকে ফেরার পর আজ সালেরনিতানার পক্ষ থেকে জানানো হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁদের খেলোয়াড় ও ক্লাবের স্টাফ মিলিয়ে মোট ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে ইতালিয়ান ক্লাবটির অনুশীলনও বাতিল করা হয়।
আরও পড়ুনবিশ্বকাপে জায়গা করতে বিশ্বকাপজয়ীকে কোচের দায়িত্ব দিল ইতালি১১ ঘণ্টা আগেসালেরনিতানা জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের জেনোয়া শহরে সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে হারের পর দক্ষিণাঞ্চলের শহর সালের্নোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন খেলোয়াড় ও স্টাফরা, যা ক্লাবটির ভাষায় ‘মারাত্মক বিষক্রিয়া’।
সালেরনিতানার বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এতই খারাপ ছিল যে ‘সালের্নো বিমানবন্দরে অবতরণের পর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।’
ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৮ জন স্কোয়াডের খেলোয়াড়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচের আগে সালেরনিতানার খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে। সালের্নোয় ফেরার পথে উড়োজাহাজে এই হোটেলের প্রস্তুত করার খাবার খেয়েছেন দলটির খেলোয়াড়েরা।
আরও পড়ুন১০–০ গোলের জয় ক্লাব বিশ্বকাপের রেকর্ড, কিন্তু বায়ার্নের ইতিহাসে নয়২১ ঘণ্টা আগেসাবেক সিরি ‘আ’ চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলা সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে (তৃতীয় বিভাগ) নেমে গিয়েছিল গত মাসে। তবে পয়েন্ট তালিকায় দলটির ওপরে থাকা ব্রেসিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ায় সিরি ‘বি’তে টিকে থাকার দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়ে যায় সাম্পদোরিয়া। সুযোগ পায় সালেরনিতানার সঙ্গে প্লে–অফ খেলে টিকে থাকার।
প্লে–অফের ফিরতি লেগ আগামী শুক্রবার, তবে সালেরনিতানার পক্ষ থেকে এই ম্যাচ পেছানোর অনুরোধ করা হয়েছে, ‘যা ঘটেছে তা নিয়ে আমরা খুব চিন্তিত এবং এই মৌসুমের চূড়ান্ত মিনিটগুলো স্বাভাবিক ও শান্ত থেকে খেলার বিষয়ে এটা ঝুঁকি তৈরি করেছে।’
সাম্পদোরিয়ার অধিকাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরের ব্যবসায়ী জোসেপ তে। পতন ঠেকাতে গত এপ্রিলে ক্লাবের আইকন আলবেরিকো ইভানি ও আত্তিলো লোমবার্দোকে কোচ বানিয়ে ফিরিয়েছে ক্লাবটি। লিওনার্দো সেমপ্লাইস, আন্দ্রেয়া সোত্তিল ও আন্দ্রেয়া পিরলোর পর এ মৌসুমে সাম্পদোরিয়ার চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইভানি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম পদ র য় র স ল রন ত ন র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।