ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
Published: 20th, June 2025 GMT
ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে ইউনিয়ন কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন রানা এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি এম. শফিকুল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার অত্যাবশ্যক।
পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে (প্রতিনিধিত্বমূলক) আয়োজন করতে হবে। এই দাবিগুলো এখন দেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই দাবিগুলো নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো রাজনৈতিক দলগুলো যৌথভাবে জাতির উদ্দেশ্যে ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
সভাপতি শাহাদাত হোসেন রানা তার বক্তব্যে বলেন, বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত রাখতে এবং ভবিষ্যতে সেই আধিপত্য প্রতিরোধে এখনই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে এসে কাজ করতে হবে। ২৮ জুনের সমাবেশ সেই ঐক্যেরই একটি বড় প্রতিফলন হবে। তিনি সবাইকে ২৮ জুন ঢাকায় এসে মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন, সেক্রেটারি এম শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মামুন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল জলিল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ রবিউল আলম, দফতর সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আক্তার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ কবীর, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল আজিজ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ পারভেজ প্রধান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ বজলু সিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আল-আমিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ হুমায়ুন কবীর, শিল্প, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজিবুল ইসলাম এবং সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন ও জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ত আলহ জ ব ল ইসল ম
এছাড়াও পড়ুন:
আকবরের শেষ ওভারে ৫ ছক্কা, হংকংয়ের কাছে হার বাংলাদেশের
ম্যাচের শেষ ৩ বলে স্বাগতিক হংকংয়ের দরকার ছিল ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও।
লাগাতার ছক্কা হজমের মধ্যেই আকবর দিয়েছেন দুটি ওয়াইড। সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ।
সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে এটি ছিল প্লেট পর্বের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১ উইকেটে।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান।
অধিনায়ক আকবর ১৩ বলে উপহার দেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৭ ছক্কা ও ১ চারের ইনিসংটি শেষ হয় রানআউটে। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।
রান তাড়ায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান ২১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরেছেন ১১টি, চার ৪টি।
১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি—এমন চার দল নিয়ে হয়েছে প্লেট পর্ব। এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার্সআপ।
আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ৩ উইকেটে ১৩৫ রান তাড়া করতে নেমে কুয়েত ৩.৩ ওভারে তুলতে পেরেছে ৩ উইকেটে ৬৬।