বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের উদ্যোগে ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত কাউন্সিলে সারা দেশ থেকে আসা ২৮৫ জন প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে নতুন কমিটির সদস্যদের নির্বাচন করেন।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক বদিউর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অমিত রঞ্জন দে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান ও প্রদীপ ঘোষ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ।

এ ছাড়া কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে ১০ জন ও কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে ৫২ জন নির্বাচিত হন। মোট ৯১ সদস্যের কেন্দ্রীয় সংসদে এদিন ৮৭ জন নির্বাচিত হন, অবশিষ্ট চারজনকে পরবর্তী সময়ে কো-অপ্ট করার সুযোগ রাখা হয়েছে।

কাউন্সিল অধিবেশনের সমাপ্তি পর্বে নবনির্বাচিত সভাপতি বদিউর রহমান নতুন কমিটিকে শপথ পাঠ করান। শপথ শেষে সারা দেশের উদীচীর সব শিল্পী-কর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল। সম্মেলনের শেষ দিনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে দুই পক্ষ তৈরি হয়। দুটি পক্ষই আলাদা করে দুটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। উভয় পক্ষে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে এক পক্ষে জামসেদ আনোয়ার তপন এবং আরেক পক্ষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের নাম ঘোষণা করা হয়।

পরে গত ২০ মে সংবাদ সম্মেলন করে উদীচীর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক বদিউর রহমান বলেন, বর্তমানে উদীচীর কোনো বৈধ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সংসদ নেই। তিনি কেন্দ্রীয় সংসদের এই অচলাবস্থা নিরসনের জন্য ২০ জুন ‘অসমাপ্ত ও অসম্পূর্ণ নির্বাচনী অধিবেশন’ আহ্বান করছেন। এরপর জামসেদ আনোয়ার তপন ও তাঁর পক্ষের নেতারা এক সংবাদ সম্মেলন করে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সহসভাপতি মাহমুদ সেলিমকে সংগঠন থেকে অব্যাহতির ঘোষণা দেয়।

দুই পক্ষের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে শুক্রবার এক পক্ষের উদ্যোগে কাউন্সিল অধিবেশন করে নতুন এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ব চ ত হন নত ন ক কম ট র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । 

আরো পড়ুন:

নাগেশ্বরীতে আগুনে পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান  

হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‍“ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ