এক টনের বেশি কোকেন চোরাচালানে জড়িয়ে ডাচ ফুটবলার গ্রেপ্তার
Published: 21st, June 2025 GMT
আয়াক্সের সাবেক উইঙ্গার কুইন্সি প্রোমেসকে আরব আমিরাত থেকে নেদারল্যান্ডসে প্রত্যর্পণ করা হয়েছে। মাদক চোরাচালান ও মারাত্মকভাবে আক্রমণের অভিযোগে নেদারল্যান্ডসে সাড়ে সাত বছর জেল খাটতে হবে দেশটির জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ খেলা সাবেক এই ফুটবলারকে।
আরও পড়ুনসবকিছু জিততেই রেকর্ডভাঙা দামে লিভারপুলে যোগ দিলেন জার্মান তরুণ ভির্টৎস১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, নেদারল্যান্ডস পুলিশের অনুরোধে দুবাইয়ে তাঁকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। ২০২০ সালে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডসে এক টনের বেশি কোকেন চোরাচালানে কুইন্সির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গত বছর ফেব্রুয়ারিতে ডাচ আদালত তাঁকে ছয় বছর কারাবাসের সাজা দেন। ডাচ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, দুবাই পুলিশ চলতি মাসের শুরুতে কুইন্সিকে গ্রেপ্তার করে। ডাচ বিচার বিভাগের অধীনে ভাড়া করা বিমানে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।
তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ২০২০ সালে ব্রাজিল থেকে ১ হাজার ৩৬৩ কেজি কোকেন চোরাচালানে সংশ্লিষ্টতার জন্য কুইন্সি দোষী প্রমাণিত হয়েছেন। একই দেশের সংবাদমাধ্যম ২০২০ সালের জানুয়ারিতে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর ব্যবহার করে নেদারল্যান্ডসে কোকেন নিয়ে যান কুইন্সি।
নেদারল্যান্ডসে কৌঁসুলিদের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ৩৩ বছর বয়সী কুইন্সিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি দুটি অভিযোগই অস্বীকার করে আপিল করেছেন।
আরও পড়ুনএবার চেলসিকে ধরাশায়ী করে ইতিহাস গড়ল আরেক ব্রাজিলিয়ান ক্লাব ২ ঘণ্টা আগে২০২৩ সালের জুনে আরেকটি মামলায় কুইন্সিকে ১৮ মাসের কারাদণ্ড দেন নেদারল্যান্ডসের আদালত। এই মামলার ঘটনা ২০২০ সালের জুলাইয়ে পারিবারিক পার্টিতে। চুরি যাওয়া গয়না নিয়ে বিবাদের সময় নিজের এক আত্মীয়র হাঁটুতে ছুরি মারেন কুইন্সি। কারাবাসের পাশাপাশি তাঁকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন আদালত।
২০১১ সালে ডাচ ক্লাব টুয়েন্টে দিয়ে সিনিয়র ফুটবলে অভিষেক কুইন্সির। এরপর ২০১৪ সালে তিনি পাড়ি জমান রাশিয়ান ক্লাব স্পাতার্ক মস্কোয়। চার বছর সেখানে থেকে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে সেভিয়া ও আয়াক্স ঘুরে আবারও স্পাতার্ক মস্কোয় ফিরে যান কুইন্সি। সেখানে তিন বছর থেকে গত বছর দুবাই ইউনাইটেডে যোগ দেন।
নেদারল্যান্ডস জাতীয় দলে কুইন্সির অভিষেক ২০১৪ সালে। ২০২১ সালে ইউরোর শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে ডাচদের হারের পর জাতীয় দলে আর ফিরতে পারেননি কুইন্সি।
নেদারল্যান্ডসে কোন কারাগারে কুইন্সি সাজা খাটবেন, তা এখনো নিশ্চিত হয়নি বলে জানিয়েছে বিবিসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭১৮৭ রানের সিরিজে সেরা পাঁচে কারা ও ভারতীয় পেসারদের রেকর্ড
অবশেষে থামল লড়াই। পাঁচ ম্যাচের ধুন্ধুমার লড়াই শেষে ২-২-এ ড্র হলো ইংল্যান্ড-ভারত টেস্ট। ব্যাটসম্যানদের এই সিরিজে ভারতীয় পেসাররাও কিছু রেকর্ড গড়েছেন। রানপ্রসবা এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ের শীর্ষে পাঁচে জায়গা পেলেনই বা কারা।
৬
শেষ টেস্টে ভারতের জয়ের ব্যবধান। টেস্টে রানের হিসাবে ভারতের সবচেয়ে ছোট জয় এটি। আগের রেকর্ড ১৩, ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে টেস্টে এটি রানের হিসাবে অষ্টম ছোট জয়।
২৩ • সিরিজে মোহাম্মদ সিরাজের উইকেট। ইংল্যান্ডে এক সিরিজে ভারতীয় বোলারদের রেকর্ডে যশপ্রীত বুমরার পাশে বসলেন সিরাজ। ২০২১-২২ সালে ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়েছিলেন বুমরা।
• পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে এই সিরিজেই সবচেয়ে বেশি উইকেট পেলেন সিরাজ। আগের রেকর্ড ২০, সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে (২০২৪-২৫)।
সিরিজে ভারতীয় পেসারদের ৫ উইকেট নেওয়ার সংখ্যা। যা এক সিরিজে দলটির রেকর্ড। আগের রেকর্ড ৪, ১৯৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের ভারত সফরে।
৭০সিরিজে ভারতীয় পেসারদের উইকেট। এক সিরিজে যা ভারতীয় পেসারদের তৃতীয় সর্বোচ্চ। ২০২১-২২ সালে ইংল্যান্ডে সর্বোচ্চ ৭৩ উইকেট নিয়েছিলেন তাঁরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৭২টি।
৭১৮৭সিরিজে দুই দল মিলিয়ে রান। টেস্টে পাঁচ ম্যাচের সিরিজে যা সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৩ সালে ইংল্যান্ডেই ৬ ম্যাচের অ্যাশেজে উঠেছিল ৭২২১ রান। ৫ ম্যাচের সিরিজে আগের রেকর্ড ৬৮২৬ রান, ১৯২৮-২৯ মৌসুমের অ্যাশেজে।
টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রান* শুরুতে স্বাগতিক দলের নাম