ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের হামলায় দীর্ঘ মেয়াদে কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন, এ হামলায় আগামী দিনগুলোতে বেনিয়ামিন নেতানিয়াহু যদি ট্রাম্প প্রশাসনকে যুক্ত করতে পারেন, তবু এমন সম্ভাবনা ক্ষীণই থেকে যাবে।

গতকাল শনিবার দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও এর প্রধানমন্ত্রী প্রচারণায় ক্রমবর্ধমান প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন। আর এসবের মধ্যেই পুরো অঞ্চল বিপজ্জনকভাবে অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে পড়বে। যুক্তরাষ্ট্রের ভূমিভেদকারী বিশাল বোমা ব্যবহারের ফলেও পাহাড়ের গভীরে তৈরি ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ বাড়ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের দূরপাল্লার আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও। 

বিশেষজ্ঞরা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আভিযানিক সাফল্য এবং তেহরানে শাসন ব্যবস্থা পরিবর্তন ও তার পারমাণবিক কর্মসূচি ধ্বংসের কৌশলগত লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করছেন।

 লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক টবি ডজ বলেন, ‘ইসরায়েলে জন্মলগ্ন থেকে একটি শক্তিশালী প্রবণতা আছে, যা তাদের রাজনীতিবিদদের কাছে এ বার্তা দিয়েছে যে, সহিংসতা (মূলত আগ্রাসন) রাজনৈতিক সমস্যার সমাধান দেবে। আমার মনে হয়, ইরানের শাসন ব্যবস্থা যতটা বলা হয়েছে, তার চেয়েও স্থিতিশীল। আর যেহেতু প্রযুক্তিগত আধুনিকীকরণ ও পরমাণু বিস্তারের প্রতি ইরানের দীর্ঘ প্রতিশ্রুতির ইতিহাস আছে, তাই বোমা দিয়ে এটি দূর করা সম্ভব নয়।’

বিশ্লেষকরা ইসরায়েলের কৌশল নিয়েও বিভ্রান্ত। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অত্যন্ত অসম্ভাব্য মার্কিন প্রেসিডেন্টকে যোগদানের জন্য চাপ দেওয়ার আশায় সংঘাত শুরুর কৌশলও এক ধরনের জুয়া বলে মনে করছেন তারা। ইসরায়েলের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় জড়াতে পারলে তাদের বাঙ্কার ধ্বংসকারী বোমার অভাব পূরণ হবে।
বিশেষজ্ঞদের মূল্যায়ন, ফর্দো পারমাণবিক স্থাপনার উপরিভাগ কঠিন পাথর দ্বারা আচ্ছাদিত। এ কারণে স্থাপনা ধ্বংস করতে হয়তো বেশ কয়েকটি বোমা ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান হতে হবে, যার সাফল্যের নিশ্চয়তাও নেই। ফলে ইরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে।

ইসরায়েলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল সি কার্টজার ও জাতীয় নিরাপত্তা পরিষদের একজন অভিজ্ঞ সদস্য স্টিভেন এন সাইমন এ সপ্তাহে ফরেন অ্যাফেয়ার্সে লেখেন, ফর্দোতে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের নজরে পড়বে। ইরান প্রায় নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিকদের হত্যা করে প্রতিশোধ নেবে। ফলে যুক্তরাষ্ট্রও প্রতিশোধ নিতে বাধ্য হবে। তিনি বলেন, পরে যা অবশিষ্ট থাকবে তা হলো, ইরানের শাসন ব্যবস্থার নেতৃত্বদানকারীরা। এতে যুক্তরাষ্ট্র আবার শাসন পরিবর্তনের ব্যবসায়ে নেমে পড়বে। এটি এমন এক ব্যবসা, যেখানে খুব কম মার্কিনিই জড়িত থাকতে চান।
ইসরায়েলের কর্মকর্তারা মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মাধ্যমে তারা শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবেন। এ নিয়ে ইতোমধ্যেই ওই অঞ্চলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইরাকের ধর্মগুরু গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি এক বিরল বার্তায় মধ্যপ্রাচ্যের গভীর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র ইসর য

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, কুওমোকে সমর্থন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোটগ্রহণ হবে আজ মঙ্গলবার। আগাম ভোট শুরু হয়েছে আগেই। নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন। এ অবস্থায় তাকে ঠেকাতে ‍উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছেন। 

মঙ্গবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আরো পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক বাসীদেরকে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!”

নিউ ইয়র্কের সাবেক গভর্নরের প্রতি ট্রাম্পের এই সমর্থন বহুল আলোচিত মেয়র নির্বাচনের প্রাক্কালে এসেছে।

এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউ ইয়র্কে ফেডারেল তহবিল পাঠাতে অনিচ্ছুক হবেন।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্কে প্রচুর অর্থ দেওয়া আমার জন্য কঠিন হবে, কারণ যদি নিউ ইয়র্ক পরিচালনা করেন একজন কমিউনিস্ট, তাহলে আপনি কেবল সেখানে পাঠানো অর্থ নষ্ট করছেন।” 

উগান্ডায় জন্ম নেয়া নেয়া ভারতীয় বংশোদ্ভূত মা-বাবার সন্তান মামদানি একজন মুসলিম। 

জনমত জরিপে দেখা গেছে, মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুওমোর তুলনায় অনেকটাই এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক পার্টির দীর্ঘদিনের একজন গুরুত্বপূর্ণ নেতা কুওমো, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পিছিয়ে আছেন।

ট্রাম্প রিপাবলিকান হওয়া সত্ত্বেও দলীয় প্রার্থী স্লিওয়াকে সমর্থন করেননি।

ফেডারেল তহবিল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “মামদানি নির্বাচিত হলে আমি ফেডারেল তহবিলে অবদান রাখার সম্ভাবনা খুবই কম।”

ট্রাম্প প্রশাসন এর আগেও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য বা শহরগুলোর উন্নয়ন প্রকল্পে ফেডারেল অনুদান কমানোর উদ্যোগ নিয়েছিল। নিউ ইয়র্ক সিটি এই অর্থবছরে ফেডারেল তহবিলে ৭.৪ বিলিয়ন ডলার পেয়েছে,  যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬ দশমিক ৪ শতাংশ।

তবে মামদানি জয়ী হলে এই সহায়তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
 
মামদানি ২৪ জুন প্রাইমারিতে এক অবিশ্বাস্য জয়ের মাধ্যমে রাজনৈতিক পর্যবেক্ষকদের হতবাক করে দেন।

মামদানি তার প্রচারণার মাধ্যমে নিউ ইয়র্কবাসীদেরকে কুওমোর মতো প্রার্থীদের বিরুদ্ধে সমাবেশ করেছেন, কুওমো তিনবার নিউ ইয়র্কের গভর্নর নির্বাচিত হয়েছিলেন কিন্তু ২০২১ সালে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের একটি প্রতিবেদনের পর পদত্যাগ করেন।

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য সস্তায় খাদ্য, বস্ত্র এবং বাসস্থান- এ তিন প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি। শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেন মামদানিকে। জিতলে তাকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানির মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু দেওয়ার চেষ্টা মাতাল ব্যক্তির
  • বুরেভেসতনিক ক্ষেপণাস্ত্র নির্মাতাদের পুরস্কৃত করলেন পুতিন
  • দিনমজুর বাদশা মিয়াকে আমাদের সাধুবাদ
  • প্রেমিককে সামনে আনলেন জেনিফার
  • ‘কাণ্ডজ্ঞান’ নিয়ে কটাক্ষের শিকার মাধুরী
  • ফিফপ্রোর একাদশ: মেসি–রোনালদোর জায়গা হয়নি, ইয়ামাল সর্বকালের সর্বকনিষ্ঠ
  • নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন
  • এক যে আছে মন
  • নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, কুওমোকে সমর্থন ট্রাম্পের