মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রায় এক ঘণ্টা ধরে প্রেসক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন এসব আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গে করে দেয়।

পুলিশ সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক প্রথম আলোকে বলেন, এসব আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ায়। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখা। ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

জিসানুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। তবে কারও ওপর লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় বালকদের ভলিবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৬) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মাঠে বালকদেও ভলিবল (অনুর্ধ্ব-১৬) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবযানী কর, সহকারী কমিশনার  (ভূমি), উপজেলা ভূমি অফিস, সিদ্ধিরগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেলিনা আক্তার, প্রধান শিক্ষক, আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ এবং    নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জ। উক্ত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬২ জন বালক অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কওে সরকারি হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল এন্ড কলেজ এর ছাত্রবৃন্দ এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর ছাত্রবৃন্দ।

বালকদের ভলিবল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও স্কুলের ছাত্ররা। প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্য সচেতন কওে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ