ইরানের একাধিক পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ‘সরকার পরিবর্তন’ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষে তিনি তেহরানে ‘সরকার পরিবর্তন’ করার হুমকি দিলেন। তাঁর বক্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পূর্বঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনইবা সরকার পরিবর্তন হবে না? মিগা!’ এখানে মিগা বলতে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বুঝিয়েছেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, সরকার পরিবর্তন নয়। কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেগসেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানে হামলা চালানো বি-২ বোমারু বিমানগুলো মিসৌরিতে নিরাপদে ফিরে এসেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষেত্রে “পুরোপুরি ধ্বংস” কথাটিই যথাযথ হয়।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!’

ইরান ও ইসরায়েলের মধ্যে আকাশপথের লড়াই তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল বলছে, তারা নতুন করে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বিদেশে ভ্রমণরত ও অবস্থানরত নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনাদের ব্যবহৃত ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হতে পারে। তিনি বলেন, ‘আমেরিকা মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে এবং এর অবশ্যম্ভাবী পরিণতির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ