তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানায় হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়া ও বিস্ফোরক আইনের তিনটি মামলার আসামি তিনি, আছেন কারাগারে। তবে বিএনপির একটি কর্মিসম্মেলন ঘিরে তাঁকে ‘বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা’ আখ্যা দিয়ে তাঁর পক্ষে বেশ বড়সড় শোভাযাত্রা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন কারাবন্দী ওই আওয়ামী লীগ নেতার ভাই। তিনিও উপজেলা শ্রমিক লীগের নেতা।

ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলায়। ওই দিন সালথা উপজেলা বিএনপির কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের মাল্টিপারপাস মিলনায়তনে। সম্মেলনে অংশ নিতে গট্টি ইউনিয়ন বিএনপির ব্যানারে মোটর শোভাযাত্রা করা হয় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বর্তমানে কারাবন্দী নুরুদ্দীন মাতুব্বরের (৫৫) পক্ষে। এতে নেতৃত্ব দেন তাঁর ভাই ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুনছুর মাতুব্বর (৪৫)।

গতকাল সোমবার বিকেলে শোভাযাত্রার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে।

নুরুদ্দীন মাতুব্বর ও তাঁর ভাই মুনছুর মাতুব্বর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা প্রয়াত হাশেম মাতুব্বরের ছেলে। আওয়ামী সরকার পতনের পর ৫ আগস্ট সালথা থানায় হামলা, থানার অস্ত্র লুট ও বিস্ফোরক আইনে করা তিনটি মামলায় নুরুদ্দীনকে আসামি করা হয়। ২৯ মার্চ সালথা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ফরিদপুর জেলা কারাগারে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গট্টি ইউনিয়ন থেকে বিএনপির নামে শোভাযাত্রা শুরু হয়। নুরুদ্দীন মাতুব্বরকে ‘বারবার নির্যাতিত বিএনপি নেতা’ দাবি করে ব্যানার তৈরি ও স্লোগান দেওয়া হয় শোভাযাত্রা থেকে। সকাল ১০টায় শুরু হয়ে বিরতি দিয়ে দুপুর পৌনে ১২টার দিকে এটি সম্মেলনস্থলে পৌঁছে। পরে শোভাযাত্রার অংশগ্রহণকারী ব্যক্তিরা সম্মেলনে যোগ দেন।

শোভাযাত্রায় ব্যবহৃত ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুর রহমানের ছবি ছিল। ব্যানারের মাঝখানে নুরুদ্দীন মাতুব্বর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘বারবার নির্যাতিত বিএনপি নেতা মো.

নুরুদ্দীন মাতুব্বরের পক্ষ থেকে শামা আপার হাতকে শক্তিশালী করতে ২২ জুন সালথা উপজেলা বিএনপির কর্মিসম্মেলন সফল হোক। প্রচারে: গট্টি ইউনিয়ন বিএনপি।’

এ সম্পর্কে মুনছুর মাতুব্বর বলেন, ‘আমার ভাই আজীবন বিএনপি করেছেন, এখনো করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নন।’ নিজেকে শ্রমিক লীগের নেতা হিসেবে অস্বীকার করে তিনি বলেন, ‘এ কথা আমার জানা নেই, কোনো কাগজও দেখিনি।’

তাঁর এই দাবি নাকচ করে দিয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, নুরুদ্দীন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং তাঁর ভাই মুনছুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, নুরুদ্দীন উপজেলা আওয়ামী লীগের পদধারী নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র ও থানায় হামলার একাধিক মামলা আছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া বলেন, আওয়ামী লীগের কোনো নেতার বিএনপিতে আসার সুযোগ নেই। তাঁদের প্রতিহত করতে যা যা প্রয়োজন, তা–ই করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সালথা উপজেলা বিএনপির তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুদ্দীনের পক্ষে শোভাযাত্রায় সহযোগিতা করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবুল তালুকদার। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের এলাকার বাসিন্দা।

তবে অভিযোগ অস্বীকার করে বাবুল তালুকদার আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘নুরুদ্দীন মাতুব্বরকে আমি মদদ দিইনি। বিএনপির কোনো নেতা এমন অভিযোগ করে থাকলে তা প্রতিহিংসার রাজনীতির অংশ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘নুরুদ্দীন মাতুব্বরকে বিএনপিতে নেওয়ার কোনো সুযোগ নেই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র দ দ ন ম ত ব বর ব এনপ র ক রহম ন উপজ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

আকবরের শেষ ওভারে ৫ ছক্কা, হংকংয়ের কাছে হার বাংলাদেশের

ম্যাচের শেষ ৩ বলে স্বাগতিক হংকংয়ের দরকার ছিল ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও।

লাগাতার ছক্কা হজমের মধ্যেই আকবর দিয়েছেন দুটি ওয়াইড। সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ।

সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে এটি ছিল প্লেট পর্বের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১ উইকেটে।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান।

অধিনায়ক আকবর ১৩ বলে উপহার দেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৭ ছক্কা ও ১ চারের ইনিসংটি শেষ হয় রানআউটে। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।

রান তাড়ায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান ২১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরেছেন ১১টি, চার ৪টি।

১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি—এমন চার দল নিয়ে হয়েছে প্লেট পর্ব। এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার্সআপ।

আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ৩ উইকেটে ১৩৫ রান তাড়া করতে নেমে কুয়েত ৩.৩ ওভারে তুলতে পেরেছে ৩ উইকেটে ৬৬।

সম্পর্কিত নিবন্ধ