জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ এবং ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মে একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ২ জুন সিন্ডিকেটের ১০১তম সভায় এটি অনুমোদন পায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৮ অনুযায়ী, বিভাগের শিক্ষার্থীদের আবেদন, স্মারকলিপি, বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ বিবেচনায় ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ থেকে ‘আইন ও ভূমি প্রশাসন’ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সময় পর বিভাগের নামে পরিবর্তন এসেছে। অনেক আগে থেকে আমরা আবেদন করে রেখেছিলাম। বিভাগের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিকল্পনার আলোকে বিভাগের শিক্ষার কাঠামো সাজানো হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতার সঙ্গে ঐতিহ্যগত সংস্কৃতিও বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য বিভাগের বিষয় উপকরণগুলো যেন উপযোগী হয়, সেভাবে প্রস্তুত করা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও আইন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)

বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন আজ। দ্য হানড্রেডে আছে দুটি ম্যাচ।বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড

ওভাল ইনভিন্সিবলস–ম্যানচেস্টার অরিজিনালস
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ১

ওয়েলশ ফায়ার–লন্ডন স্পিরিট
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ