ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এভিন কারাগারের বেশ কয়েকজন কর্মচারী এবং পরিদর্শনকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গতকাল সোমবার এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। কারাগারটি মূলত রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে বহু রাজনৈতিক বন্দী, দ্বৈত ও পশ্চিমা নাগরিককে আটক রাখা হয়েছে, যাদের প্রায়ই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহার করে থাকে ইরান।

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র থামিন আল খেতান বলেন, এভিন কারাগার কোনও সামরিক লক্ষ্যবস্তু নয়। একে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। মঙ্গলবার জেনেভায় ইসরায়েলের নাম উল্লেখ না করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)

বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন আজ। দ্য হানড্রেডে আছে দুটি ম্যাচ।বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড

ওভাল ইনভিন্সিবলস–ম্যানচেস্টার অরিজিনালস
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ১

ওয়েলশ ফায়ার–লন্ডন স্পিরিট
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ