বালু উত্তোলনে বাধা দেওয়ায় এনসিপি নেতা ও তাঁর স্ত্রীকে মারধর, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
Published: 25th, June 2025 GMT
মাদারীপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন এনসিপির মাদারীপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য ও রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা ২ নম্বর ব্রিজ এলাকার বাসিন্দা মহাসিন ফকির (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাতুল জারা (৩০)। তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, তাঁতিকান্দা এলাকার কুমার নদে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ব্যবসার জন্য পাইপলাইন টানেন হোসেনপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল শেখ ও তাঁর লোকজন। পরে তাঁদের বাধা দেন মহাসিন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এনামুলসহ যুবদলের কয়েকজন নেতা-কর্মী। গতকাল সন্ধ্যায় মহাসিনকে মুঠোফোনে বাড়ির সামনের সড়কে ডেকে নিয়ে বেধড়ক মারধর শুরু করেন তাঁরা। এ সময় মহাসিনের চিৎকার শুনে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন তাঁর দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানা-পুলিশ।
চিকিৎসাধীন অবস্থায় মহাসিন ফকির বলেন, ‘এনামুল শেখ আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। এখন তিনি হোসেনপুর ইউনিয়ন যুবদলের নেতা। তাঁদের অবৈধ বালু ব্যবসায় বাধা দেওয়ায় আমার ওপর হামলা চালিয়েছে। লতিফ বয়াতি নামে যুবদলের আরেক কর্মী আমাকে ফোন করে ঘর থেকে বের করে আনেন। এনামুল, হকসহ আরও সাত-আটজন মিলে আমাকে বেধড়ক মারধর করে। একই সঙ্গে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়।’
মহাসিনের স্ত্রী জান্নাতুল জারা বলেন, ‘আমার স্বামীকে এনামুল ও তাঁর ভাই নাজমুল, হক নামের ব্যক্তিরাসহ বেশ কয়েকজন মিলে মারধর করেন। চিৎকার শুনে এগিয়ে গেলে আমাকেও তাঁরা পেটে ও পিঠে লাথি মারেন। নাজমুল গলা থেকে আমার স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে গেছেন। আমি অন্তঃসত্ত্বা। আমি এ ঘটনার বিচার চাই।’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, মহাসিন ও জান্নাতুল গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা মারধরের শিকার; শরীরে ব্যথা আছে। তবে মারাত্মক কোনো জখম নেই। দুজনই শঙ্কামুক্ত।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এনামুল শেখ বলেন, ‘বাড়ি নির্মাণের জন্য আমার একটি পুকুর ভরাট করতে এনসিপির এক নেতার কাছ থেকে ড্রেজার পাইপের লাইন নেওয়া হয়েছিল। এ জন্য মহাসিন চাঁদা দাবি করেছেন। তিনি চাঁদার টাকা না পেয়ে একটি পাইপ ভেঙে ফেলেন। এ নিয়ে কথা বলতে গেলে আগে আমাকে মারধর করেন মহাসিন। পরে আমার ছোট ভাই (নাজমুল শেখ) মহাসিনের চোখে ঘুষি মারছে। এ বিষয়ে আমরা রাজৈর থানায় অভিযোগ জানিয়েছি।’ এনামুল শেখ নিজেকে হোসেনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করলে কমিটি হয়েছে কি না, জানতে চান এই প্রতিবেদক। জবাবে তিনি বলেন, ‘ভবিষ্যতে সম্মেলন হবে। প্রার্থী আমি একাই।’
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘রাতে একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জ র উপজ ল এন ম ল শ খ য বদল র এনস প
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ফেরত পাঠাবে না ভারত: রাজনৈতিক বিশ্লেষ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজা।
গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এবং এরপর থেকে তিনি ভারত সরকারের আশ্রয়েই রয়েছেন। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার অনুপস্থিতি তার বিচার পরিচালনা করে। আজ সোমবার রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে কেবল সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল-মামুন আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত। তিনি বলেন, “হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের এই রায় প্রত্যাশিত ছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত।”
আলজাজিরাকে দেওয়া মন্তব্যে দত্ত আরো বলেন, “কোনো অবস্থাতেই ভারত তাকে প্রত্যর্পণ করবে না। গত দেড় বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো অবস্থায় নেই এবং অনেক সময়ই ভঙ্গুর হয়ে পড়েছে।”
দত্ত বলেন, “হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল।”
তিনি বলেন, “সবাই বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন। সবাই আশা করেছিলেন যে হাসিনার বিচার হবে। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে, বাংলাদেশে ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করেছে।”
দক্ষিণ এশিয়া বিষয়ক এই রাজনৈতিক বিশ্লেষকের মতে, “নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই। স্পষ্ট প্রমাণ রয়েছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন।”
দত্তের ভাষ্যমতে, “আওয়ামী লীগ এখন একটি পাল্টা ব্যাখ্যা তৈরির তৈরি করার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশিরা মূলত বিশ্বাস করেন যে- হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন।”
ঢাকা/ফিরোজ