ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, দেশটির সংসদ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।

নতুন এই পরিকল্পনার আওতায়, এখন থেকে আইএইএ’র  পরিদর্শকরা ইরানে প্রবেশ করতে পারবেন কেবলমাত্র যদি তারা দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ-এর স্পষ্ট অনুমোদন পান এবং সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।

এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারো বেড়েছে।

আরো পড়ুন:

অস্ত্রে টান পড়েছে ইসরায়েলের: রিপোর্ট

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের খবর ফাঁস করেছিলেন যে প্রকৌশলী

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আইএইএ-এর নজরদারি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়তে পারে।

আইএইই’র সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, তবে রিপোর্টটিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেইরান। 

ইরানের অভিযোগ, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হলেও, আইএইএ এই সত্যটি গোপন করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, আইএইই প্রধান রাফায়েল গ্রোসি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘একতরফাভাবে পশ্চিমা শক্তির পক্ষাবলম্বন করছেন’।

পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগে গ্রোসির বিরুদ্ধে কিছুদিন আগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও একটি কারখানা

নোয়াখালীর সেনবাগে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ অন্তত ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের ১১টি দোকানে ছড়িয়ে পড়ে। আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন:

নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, ‍“পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ