ডিজিটাল আইনের মামলায় ২ সাংবাদিকের খালাস
Published: 25th, June 2025 GMT
কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এ পি পি এস এম মশিউর রহমান বুধবার (২৫ জুন) দুই সাংবাদিকের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন, অনলাইন নিউজপোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অনলাইন নিউজপোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইলে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরো পড়ুন:
বিএসআরএফের সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক শাহীন
পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর শুনানি শেষে বুধবার (২৫ জুন) খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস দেন।
মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন আহমেদ জুয়েল ও সনি আজিম বলেন, ‘‘আদালতের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।’’
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু আগামীকাল
আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। প্রতিটি মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীরা ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা।
প্রার্থীরা সশরীর বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র প্রার্থীকে সংশ্লিষ্ট হল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সশরীর সংগ্রহ ও দাখিল করতে হবে।
ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া সাপেক্ষে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচ এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুনডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর২৯ জুলাই ২০২৫