কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এ পি পি এস এম মশিউর রহমান বুধবার (২৫ জুন) দুই সাংবাদিকের খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া দুই সাংবাদিক হলেন, অনলাইন নিউজপোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অনলাইন নিউজপোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইলে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরো পড়ুন:

বিএসআরএফের সভাপতি মাসউদুল, সম্পাদক বাদল

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক শাহীন 

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর শুনানি শেষে বুধবার (২৫ জুন) খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস দেন। 

মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন আহমেদ জুয়েল ও সনি আজিম বলেন, ‘‘আদালতের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।’’
 

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ