কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লাগোয়া একটি শহীদ মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কবে এসব ভাঙচুর করা হয়েছে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। গতকাল বুধবার ভাঙা ম্যুরাল ও শহীদ মিনারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, কয়েক মাস ধরেই ম্যুরাল ও শহীদ মিনার ভাঙা দেখছেন তাঁরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ মিনার সংস্কার ও ম্যুরালটি আবার নির্মাণের দাবি জানিয়েছেন।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ কমান্ডার শফিউল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যারা দেশকে ভালোবাসে এবং দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা কখনো এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে শহীদ মিনার এবং ম্যুরালটি আবারও পুনর্নির্মাণ করার দাবি জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কুমিল্লার অহংকার। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অসীম। যারা এই নিকৃষ্ট কাজটি করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ জেলা প্রশাসন নিয়ন্ত্রণাধীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৪ সালে কুমিল্লা নগরের রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় এটির কার্যক্রম শুরু হয়। ওই সময় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানটি লাগোয়া একটি শহীদ মিনার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে ম্যুরাল স্থাপন করা হয়। যেখানে ম্যুরাল স্থাপন করা হয়েছে, সেটির পাশেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন শহীদ মিনারে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারটির মধ্যখানে লাল সূর্য থাকলেও তিনটি স্তম্ভের একটিও নেই। পাশের ম্যুরালটি ভাঙা। কাচের ওপর ম্যুরালটি তৈরি করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে এগুলো ভাঙা। ম্যুরালটি ৫ আগস্ট–পরবর্তী সময়ে ভাঙা বলে মনে হচ্ছে। আর শহীদ মিনারটিও ভেঙে ফেলা হয়েছে কয়েক মাস আগে। তাঁদের ধারণা, মাদকাসক্ত ছিন্নমূলেরা স্তম্ভগুলো ভেঙে নিয়ে গেছেন। স্তম্ভগুলো লোহা ও স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় এমন দৃশ্য দেখছেন। তবে গত বুধবার বিকেলে ম্যুরাল ও শহীদ মিনারের ভাঙা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

কুমিল্লা জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ১৯৫২ সালে ভাষাশহীদদের অবদানের কথা উল্লেখ করে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন। রফিক তাঁর সহযোদ্ধা আবদুস সালামকে নিয়ে ‘এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড’ নামে একটি সংগঠন দাঁড় করান এবং অন্যান্য সদস্যরাষ্ট্রের সমর্থনের আদায়ের চেষ্টা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে পালিত হচ্ছে। এ গৌরবময় অবদানের জন্য ২০০২ সালে তাঁদের সংগঠন একুশে পদক লাভ করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ২০১৩ সালের ২১ নভেম্বর কানাডার একটি হাসপাতালে মারা যান।

কুমিল্লার জেলা প্রশাসক মো.

আমিরুল কায়ছার প্রথম আলোকে বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল এবং পাশে থাকা শহীদ মিনার ভেঙে ফেলার বিষয়টি তিনি জেনেছেন। তবে কখন বা কারা এগুলো ভেঙেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলো আবারও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল ক দ বস র

এছাড়াও পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করছে

প্রযুক্তির উৎকর্ষের মধ্যেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে প্রায়ই বিকৃতভাবে বা ভুলভাবে উপস্থাপন করছে। গুগলে ‘ইনডিজেনাস পিপল’ লিখে খোঁজা হলে মাঝেমধ্যে এমন ছবি দেখানো হয়, যা তাদের ‘আদিম’, ‘বন্য’, ‘বর্বর’, ‘জংলি’ ও ‘হিংস্র’ আকারে উপস্থাপন করে।

সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জা​দুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এমন অভিযোগ করেন। ‘আদিবাসী নারীর অধিকার রক্ষা ও ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আধুনিক প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক।

আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের ঘিরে এমন উপস্থাপনের প্রভাব নারীদের ওপরও পড়বে।

মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, দেশে জাতিসংঘের অনেকগুলো দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় না। তিনি বলেন, বুঝুক আর না বুঝুক বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন কনভেনশনকে তড়িঘড়ি করে সমর্থন করে। কিন্তু এই কনভেনশনকে সমর্থন করেনি। সরকার বুঝেশুনেই সমর্থন করেনি। আগের সরকার বলেছে, বাংলাদেশে আদিবাসী নেই, এই সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিচ্ছে না।

একটাই ধর্ম ও জাতিসত্তা থাকবে, এমন মনোভাব কাম্য নয় উল্লেখ করে এই মানবাধিকারকর্মী বলেন, ‘কিসের ভয়ে আমরা দেশে ভিন্ন ধর্ম, চিন্তা ও জাতিসত্তার মানুষকে থাকতে দেব না? কে অধিকার দিয়েছে যে একটি মাত্র মতবাদ, চিন্তা, ভাষা জাতি ও ধর্ম থাকবে? রাষ্ট্রের জন্য এটা কাম্য হতে পারে না।’

চব্বিশের গণ–অভ্যুত্থানে সমতল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল উল্লেখ করে খুশী কবির বলেন, অভ্যুত্থানের পরে আর নারীদের কোনো অংশগ্রহণ নেই। নারী কমিশন গঠন করা হয়। কিন্তু কমিশনের কোনো কিছু গ্রহণ করা হয়নি। এর অর্থ সরকার নারীদের ভয় পায়। এই অবস্থা টিকে থাকার জন্য অভ্যুত্থান হয়নি। তাই অধিকার আদায়ে নারীদের শক্ত ভূমিকা রাখতে হবে। এখনই উত্তম সময়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশী কবির ছবি: প্রথম আলো হেডিং: কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিকৃতভাবে উপস্থাপন করছে

সম্পর্কিত নিবন্ধ