দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে খানিকটা বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরের মতোই আলোচনায়।

বৃহস্পতিবার (২৬ জুন) ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে উঠে এসেছে মানবিকতা, সহমর্মিতা এবং নারীর প্রতি নারীর সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত।

প্রভা লিখেছেন, “শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কি করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনটাই আমার নাই।”

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। তবে কার উদ্দেশে এই বার্তা স্পষ্ট করেননি প্রভা। বরং এই লেখায় তিনি বুঝিয়েছেন— ব্যক্তিগত বিরোধ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে একজন নারীর দুঃখ তাকে স্পর্শ করে, বেদনাহত করে। তার কথায় প্রতিফলিত হয়েছে সহমর্মিতা, মানবিক বোধ ও নারীত্বের প্রতি দায়বদ্ধতা।

প্রভা বরাবরই ব্যক্তিত্ববান এবং স্পষ্টভাষী। এমন মানবিক বার্তা তার ভক্তদের কাছে আবারও স্মরণ করিয়ে দিল অভিনয়ের বাইরেও তার একটি গভীর অন্তর্দৃষ্টি রয়েছে, যে অন্তর নারীর সম্মান ও মমতাকে বড় করে দেখে।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আরেকটি পরিচয়— দক্ষ মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ‘মেকআপ বাই প্রভা’ যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের ঝলক।
 

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম কআপ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ