শত্রুপক্ষের দুঃখেও আনন্দ হয় না, মায়া লাগে : প্রভা
Published: 26th, June 2025 GMT
দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে খানিকটা বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরের মতোই আলোচনায়।
বৃহস্পতিবার (২৬ জুন) ফেসবুক প্রোফাইলে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে উঠে এসেছে মানবিকতা, সহমর্মিতা এবং নারীর প্রতি নারীর সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্ত।
প্রভা লিখেছেন, “শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কি করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনটাই আমার নাই।”
স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। তবে কার উদ্দেশে এই বার্তা স্পষ্ট করেননি প্রভা। বরং এই লেখায় তিনি বুঝিয়েছেন— ব্যক্তিগত বিরোধ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে একজন নারীর দুঃখ তাকে স্পর্শ করে, বেদনাহত করে। তার কথায় প্রতিফলিত হয়েছে সহমর্মিতা, মানবিক বোধ ও নারীত্বের প্রতি দায়বদ্ধতা।
প্রভা বরাবরই ব্যক্তিত্ববান এবং স্পষ্টভাষী। এমন মানবিক বার্তা তার ভক্তদের কাছে আবারও স্মরণ করিয়ে দিল অভিনয়ের বাইরেও তার একটি গভীর অন্তর্দৃষ্টি রয়েছে, যে অন্তর নারীর সম্মান ও মমতাকে বড় করে দেখে।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন প্রভা। অল্প সময়েই অভিনয়ে নিজেকে প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আরেকটি পরিচয়— দক্ষ মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপে প্রশিক্ষণ নিয়ে তিনি চালু করেছেন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ‘মেকআপ বাই প্রভা’ যেখানে নিয়মিত দেখা যায় তার কাজের ঝলক।
ঢাকা/রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ