চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী। পাশাপাশি সম্মিলিতভাবে অ্যালামনাইকে এগিয়ে নিতে আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনীতে সবাইকে অংশ নিতে উদাত্ত আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে আসলাম চৌধুরী এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সর্বসম্মতিক্রমে আহ্বায়কের দায়িত্ব নেওয়ার পর সবাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য বললে, আমিও তাতে একাত্মতা পোষণ করি। আমি বিশ্বাস করি, এই পুনর্মিলনীর মাধ্যমে সবার সংযোগ হবে এবং একটা যৌক্তিক ঐক্যমতে পৌঁছে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারব।’

তবে সাম্প্রতিক সময়ে এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, অশোভন বক্তব্য ও বিভাজনের ভাষা ব্যবহার করায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি, সদস্যদের লেখালেখিতে তৈরি হওয়া এরকম বিব্রতকর পরিস্থিতির অবসান হওয়া উচিত।’

বিবৃতিতে তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রজ এসএম ফজলুল হক এবং অনুজ মুতাসিম বিল্লাহ ফারুকীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ঈদ পুনর্মিলনীতে অতিথি হয়ে অংশ নিন, মতামত দিন। প্রাক্তন শিক্ষার্থীরা যদি আপনাদের নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে আমার আহ্বায়ক থাকার প্রয়োজন নেই।’ 

তিনি মাহমুদুর রহমান মান্না, মাজহারুল হক শাহ, জসিম উদ্দীন সরকারসহ সব প্রাক্তন ভিপি এবং প্রাক্তন শিক্ষার্থীদের ৪ জুলাই জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকার আহ্বান জানান।

এদিকে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ঈদ পুনর্মিলনীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা যাচ্ছে।  আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে  ইতোমধ্যে আমরা প্রশাসনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। অনুষ্ঠান সফল করতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ উপস্থিত থাকবে না, এই শর্তে আবেদনটি প্রক্রিয়াধীন আছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আসল ম চ ধ র অ য ল মন ই আহ ব ন জ ন অন ষ ঠ ন র আহ ব

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা

১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য

১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫

৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।

৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।

* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd

আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ