মাগুরায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। ওই গৃহবধূর ভাই রিজু শেখ আজ বৃহস্পতিবার (২৬ জুন) মাগুরা সদর থানায় মামলা করেছেন।

নিহত নারীর নাম মনিরা আক্তার ওরফে মীম (২২)। তিনি মাগুরা সদর উপজেলার আলিধানী গ্রামের আরজু শেখের মেয়ে। তার স্বামী শামীম শেখের (৩০) বাড়ি উপজেলার শিবরামপুর গ্রামে।

মনিরা আক্তারের আরেক ভাই সুজায়েত শেখ জানান, পাশের শিবরামপুর গ্রামের বাসিন্দা শামীমের সঙ্গে পাঁচ বছর আগে তার বোনের বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের একটা ছেলে আছে। বিয়ের পর বিভিন্ন সময় তার বোনকে শারীরিক নির্যাতন করেছেন শামীম। এ বিষয়ে পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।

আরো পড়ুন:

যশোরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা

ছয় মাস আগে স্বামীর জন্য ইজিবাইক কেনার কথা বলে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নেন মনিরা আক্তার। কথা ছিল ইজিবাইক চালিয়ে ওই টাকা ফেরত দিয়ে দেবেন শামীম। তবে তিনি টাকা ফেরত দেননি। এক সপ্তাহ আগে মনিরা আরো সাত হাজার টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসেন। বুধবার (২৫ জুন) সেই টাকা ফেরত দেয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

সুজায়েত শেখ অভিযোগ করেন, ‘‘কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন শামীম ও তার বাড়ির লোকজন। হত্যার পর তাকে টয়লেটের ভেতর ফেলে রাখা হয়েছিল। পরে তারা মনিরাকে হাসপাতালে ফেলে রেখে চলে যায়। আমরা আশপাশের লোকজনের কাছে বোনের মৃত্যুর খবর পাই।’’ 

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মামুনুর রশীদ জানান, বুধবার (২৫ জুন) বেলা ২টা ৫০ মিনিটের দিকে ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন তথ্য দিয়ে সোহাগ নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে শামীম শেখের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা মিরাজ শেখ বলেন, ‘‘আমি ঢাকায় গাড়ি চালাই। বাড়ির খবর জানি না। বুধবার (২৫ জুন) একবার ছেলে ফোন করে বলেছিল পুত্রবধূ আত্মহত্যা করেছেন। এরপর আর তাকে ফোনে পাইনি।’’ 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, যৌতুকের দাবিতে হত্যা ও এর প্ররোচনার অভিযোগে নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা করেছেন। এতে তার স্বামীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। 

ঢাকা/শাহীন/বকুল  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য র কর ছ ন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ