বিশ্বজুড়ে উত্তেজনার পর নতুন মোড় নিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের হাইভোল্টেজ গ্রুপপর্বের পর ছাঁটাই হয়ে এবার শুরু হচ্ছে আসল যুদ্ধ— নকআউট রাউন্ড। গ্রুপপর্বের চমক ও অঘটনের ভিড় পেরিয়ে জায়গা করে নিয়েছে ১৬টি দল। শুরু হতে যাচ্ছে শেষ ষোলোয় হাইভোল্টেজ লড়াই, যেখানে একটিমাত্র ভুল মানেই বিদায়।

ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল এই বিশ্বকাপে চোখে পড়ার মতো। বোতাফোগো, পালমেইরাস, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স— সবাই গ্রুপ থেকে টিকিট কেটেছে শেষ ষোলোয়। বিপরীতে চরম হতাশ করেছে আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী বোকা জুনিয়র্স ও রিভার প্লেট বিদায় নিয়েছে শুরুতেই, যা তাদের সমর্থকদের জন্য বড় ধাক্কা।

তবে আলো ছড়াচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নতুন ক্লাব হলেও মেসির উপস্থিতি যেন দলকে ভরসা দিয়েছে শেষ ষোলোতে পা রাখার। অন্যদিকে ইউরোপীয় পরাশক্তিদের মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও পিএসজি। এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরবের আল হিলাল এবং উত্তর আমেরিকার হয়ে আছে মেক্সিকোর ক্লাব মন্তেরে।

আরো পড়ুন:

জুভেন্টাসকে উড়িয়ে শেষ ষোলোয় ম্যানসিটি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে রিয়াল

নকআউট রাউন্ড শুরু হচ্ছে ২৮ জুন, রাত ১০টায়— একেবারে ব্রাজিলিয়ান দ্বৈরথ দিয়ে। যেখানে মুখোমুখি হবে বোতাফোগো ও পালমেইরাস।

একই রাতেই ২টায় মাঠে নামবে চেলসি ও বেনফিকা।

২৯ জুন আবার উত্তেজনার কেন্দ্রে থাকছে পিএসজি বনাম মেসির ইন্টার মায়ামি ম্যাচ, যা বিশ্বজুড়ে কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রে থাকবে।

পরের দিন, ৩০ জুন রাত ২টায়, ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আর ১ জুলাই শুরুতেই রয়েছে মহা দ্বৈরথ—ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স।

ওই দিনই সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল।

কিন্তু সবচেয়ে আলোচিত ম্যাচ হতে যাচ্ছে ১ জুলাই রাত ১টায়, যেখানে ইউরোপীয় ক্লাসিক লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।

শেষ ম্যাচটি হবে ২ জুলাই সকাল ৭টায়, যেখানে মুখোমুখি হবে মেক্সিকোর মন্তেরে ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

ক্লাব বিশ্বকাপের উত্তেজনা এখন চূড়ায়, যেখানে প্রতিটি ম্যাচ মানে হয় এগিয়ে যাওয়ার আনন্দ, না হয় স্বপ্নভঙ্গের কান্না। এখন দেখার পালা—এই ‘সেরা ১৬’-এর মঞ্চ থেকে কে পৌঁছাবে ফুটবলের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটের আরও এক ধাপ কাছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব শ বক প ইন ট র ম

এছাড়াও পড়ুন:

২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি

পুঁজিবাজারের সদস্যভুক্ত ২৮টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তাদের নেতিবাচক ইকুইটি ও অবাস্তব লোকসান সমন্বয়ের জন্য অতিরিক্ত সময়সীমা শর্তসাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকায় রয়েছে স্টকব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ একাধিক বাজার মধ্যস্থতাকারী।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ

নর্ডিক বাজারে রেনাটার আমান্টাডিন ওষুধ উন্মোচন

এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯ নভেম্বর ৯৮২তম ও ১৩ নভেম্বর ৯৮৪তম কমিশন সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের কাছে দাখিল করা বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনা করে ২৮টি বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানগুলো হলো: এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইউসিবি স্টক ব্রোকারেজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শাহজালাজ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, জিএসপি ইনভেস্টমেন্ট, অগ্রণী ইক্যুইটি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল, ইসি সিকিউরিটিজ, যমুনা ব্যাংক ক্যাপিটাল, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এসবিএল ক্যাপিটাল, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, ইবিএল ইনভেস্টমেন্ট এবং এমটিবি ক্যাপিটাল।

স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন ও সমন্বয়ের সময়সীমা কিছু শর্তসাপেক্ষে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে বর্ধিত সময়ে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতিসংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে। এ-সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইটের ‘সিকিউরিটিজ ল’ মেনুর ‘সিকিউরিটিজ ল, রুলস, রেগুলেশনসS’ সাব মেনুতে পাওয়া যাবে।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির নতুন স্লোগান ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ণ’: আমীর খসরু
  • ২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি
  • অভিযোগ তদন্তে প্রশ্নের উত্তর পাঠাতে সময় বাড়াল ভারত সরকার