বিশ্বজুড়ে উত্তেজনার পর নতুন মোড় নিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দলের হাইভোল্টেজ গ্রুপপর্বের পর ছাঁটাই হয়ে এবার শুরু হচ্ছে আসল যুদ্ধ— নকআউট রাউন্ড। গ্রুপপর্বের চমক ও অঘটনের ভিড় পেরিয়ে জায়গা করে নিয়েছে ১৬টি দল। শুরু হতে যাচ্ছে শেষ ষোলোয় হাইভোল্টেজ লড়াই, যেখানে একটিমাত্র ভুল মানেই বিদায়।

ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট ছিল এই বিশ্বকাপে চোখে পড়ার মতো। বোতাফোগো, পালমেইরাস, ফ্লামেঙ্গো ও ফ্লুমিনেন্স— সবাই গ্রুপ থেকে টিকিট কেটেছে শেষ ষোলোয়। বিপরীতে চরম হতাশ করেছে আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী বোকা জুনিয়র্স ও রিভার প্লেট বিদায় নিয়েছে শুরুতেই, যা তাদের সমর্থকদের জন্য বড় ধাক্কা।

তবে আলো ছড়াচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নতুন ক্লাব হলেও মেসির উপস্থিতি যেন দলকে ভরসা দিয়েছে শেষ ষোলোতে পা রাখার। অন্যদিকে ইউরোপীয় পরাশক্তিদের মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও পিএসজি। এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরবের আল হিলাল এবং উত্তর আমেরিকার হয়ে আছে মেক্সিকোর ক্লাব মন্তেরে।

আরো পড়ুন:

জুভেন্টাসকে উড়িয়ে শেষ ষোলোয় ম্যানসিটি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে রিয়াল

নকআউট রাউন্ড শুরু হচ্ছে ২৮ জুন, রাত ১০টায়— একেবারে ব্রাজিলিয়ান দ্বৈরথ দিয়ে। যেখানে মুখোমুখি হবে বোতাফোগো ও পালমেইরাস।

একই রাতেই ২টায় মাঠে নামবে চেলসি ও বেনফিকা।

২৯ জুন আবার উত্তেজনার কেন্দ্রে থাকছে পিএসজি বনাম মেসির ইন্টার মায়ামি ম্যাচ, যা বিশ্বজুড়ে কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রে থাকবে।

পরের দিন, ৩০ জুন রাত ২টায়, ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আর ১ জুলাই শুরুতেই রয়েছে মহা দ্বৈরথ—ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স।

ওই দিনই সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল।

কিন্তু সবচেয়ে আলোচিত ম্যাচ হতে যাচ্ছে ১ জুলাই রাত ১টায়, যেখানে ইউরোপীয় ক্লাসিক লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।

শেষ ম্যাচটি হবে ২ জুলাই সকাল ৭টায়, যেখানে মুখোমুখি হবে মেক্সিকোর মন্তেরে ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

ক্লাব বিশ্বকাপের উত্তেজনা এখন চূড়ায়, যেখানে প্রতিটি ম্যাচ মানে হয় এগিয়ে যাওয়ার আনন্দ, না হয় স্বপ্নভঙ্গের কান্না। এখন দেখার পালা—এই ‘সেরা ১৬’-এর মঞ্চ থেকে কে পৌঁছাবে ফুটবলের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটের আরও এক ধাপ কাছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব শ বক প ইন ট র ম

এছাড়াও পড়ুন:

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক বুধবার, সঙ্গে যা আনতে হবে

নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিতে লিখিত পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কার কোথায় ভাইভা হবে, সেটাও জানানো হয়েছে। এ ছাড়া মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কোনো কোনো কাগজপত্র সঙ্গে আনতে হবে, সে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ফলাফল প্রকাশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনএসএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২৮৬, ফেল থেকে পাস ২৯৩১০ আগস্ট ২০২৫

বিজ্ঞপ্তি বলা হয়েছে, এসএসসির জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৩ আগস্ট, বুধবার ভর্তি আবেদনের আইডি নম্বর অনুযায়ী প্রকাশিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষার শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। এসএসসির জিপিএ, ভর্তি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে প্রার্থীদের। আগামী ১৪ আগস্ট বিকেল পাঁচটার মধ্যে কলেজের ওয়েবসাইটে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা মেধাক্রম অনুসারে প্রকাশ করা হবে।

আরও পড়ুনচীনের বিশ্ববিদ্যালয়গুলো কি আসলেই বিশ্বের সেরা৪ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার দিনে সঙ্গে যা আনতে হবে—

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিনে ভর্তি পরীক্ষার আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মার্কসশিট ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

নটর ডেম কলেজকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মোট ৩ হাজার ২৯০ আসনে শিক্ষার্থী ভর্তি নেবে। বিজ্ঞান বিভাগে আসন: বাংলা মাধ্যম-১৮১০টি, ইংরেজি ভার্সন-৩২০টি, মানবিক বিভাগে আসন: ৪১০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন: ৭৫০টি।

*মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে

আরও পড়ুনএকাদশে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি, পছন্দ সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ১১ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • স্পর্শকাতর বিষয়, তদন্ত দ্রুত যেন হয় মনিটরিং করবেন
  • নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক বুধবার, সঙ্গে যা আনতে হবে