বৈষম্যবিরোধী আন্দোলনে দৃষ্টি হারানো আজিজুলকে নির্যাতনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Published: 27th, June 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আজিজুল হক স্ত্রীর বিরুদ্ধে টাকা দাবিসহ নির্যাতনের অভিযোগ এনেছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের অর্থসহায়তা দেওয়ার ঘোষণার পর থেকে তাঁর স্ত্রী টাকার জন্য অত্যাচার-নির্যাতন করছেন বলে উল্লেখ করা হয়।
আজিজুল হক উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর পূর্ব পাড়ার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়ার পর তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এরপর আজিজুলকে ফেলে তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার বাবার বাড়িতে চলে যান বলে তিনি অভিযোগ করেন।
থানায় দেওয়া লিখিতে অভিযোগে স্ত্রী একই গ্রামের সুমাইয়া আক্তার (২২), শাশুড়ি হাসনা আক্তার (৪০), সুমাইয়ার চাচা গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক এস কে শফিকুল ইসলাম (৪৫), বিষ্ণুরামপুর গ্রামের আশরাফুল মারুফ (২৫) ও মামা বাহেরচর গ্রামের রনি মিয়ার (৩৫) নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, দুই বছর আগে সুমাইয়ার সঙ্গে আজিজুলের বিয়ে হয়। গত বছর নরসিংদীর পৌলানপুর ইসলামিয়া মাদ্রাসার আলিম বিভাগের শিক্ষার্থী ছিলেন আজিজুল। পড়াশোনার পাশাপাশি একটি বস্ত্রকলের উৎপাদন বিভাগে অপারেটর হিসেবে কাজ করতেন তিনি। গত বছরের ১৮ জুলাই বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন আজিজুলের দুই চোখ গুলিবিদ্ধ হয়। এতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান তিনি। একপর্যায়ে স্ত্রী সুমাইয়া আক্তার তাঁকে ফেলে বাবার বাড়িতে চলে যান। পরে সরকার জুলাইয়ের আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দেয়। এর পর থেকে স্ত্রী উল্লিখিত লোকজন নিয়ে আজিজুলকে অত্যাচার এবং মানসিক নির্যাতন করা শুরু করেন। তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অনীহা প্রকাশ করলে শফিকুল ও আশরাফুল তাঁকে রাস্তায় একা পেলে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখান। ১১ জুন স্ত্রীসহ অন্য লোকজন বাড়িতে গিয়ে আবার ২০ লাখ টাকা দাবি করে আজিজুলকে মারধর করেন।
আজিজুল হক বলেন, ‘চোখের দৃষ্টি চলে গেলে স্ত্রী আমাকে ফেলে বাবার বাড়িতে চলে যায়। সরকার সহায়তা দেবে শুনে এখন টাকার জন্য চাপ প্রয়োগসহ শারীরিক ও মানসিক নির্যাতন করছে। তারা যেকোনো মুহূর্তে আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। বড় ভাইয়ের বিয়ের সময় টাকা তারা দিয়েছিল। সেই টাকা আমার কাছে ফেরত চাইছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমাইয়া আক্তার বলেন, ‘তার (আজিজুলের) বড় ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়। তখন পরিবার থেকে ১৫ লাখ টাকা দিয়েছিল। বিয়ের এক বছর পর তার বড় ভাই মারা যায়। এরপর আজিজুলের সঙ্গে আমার বিয়ে হয়। আমার একটি হাতে সমস্যা আছে, আমি প্রতিবন্ধী। অসুস্থ হওয়ার পর স্বামীকে পাঁচ মাস সেবা করেছি। বাবার বাড়ি থেকে চিকিৎসার টাকা নিয়ে দিয়েছি। হাতে সমস্যা থাকায় আর সেবা করতে পারব না বলে স্বামী অসন্তুষ্ট ছিল। যখন বাবার বাড়ি আসি, স্বামী এক দিনও খোঁজখবর নেয়নি। এক স্বামী মারা গেছে, আরেক স্বামীর এমন অবস্থা।’
এ বিষয়ে অভিযুক্ত এস কে শফিকুল ইসলাম বলেন, ‘বিয়ের সময় সুমাইয়ার বাবার বাড়ি থেকে নগদ ৫ লাখসহ মোট ১৫ লাখ টাকা দিয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর আজিজুলের পাশে স্ত্রী ছাড়া কেউ ছিল না। এখন বলছে, স্ত্রীকে সে মৌখিকভাবে তালাক দিয়েছে। তার মধ্যে প্রচুর লোভ। তার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য জানাতে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।
বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হিসাবের যাবতীয় তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির হিসাবে অস্বাভাবিক কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে।
আরো পড়ুন:
১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার
১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায়
যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।
ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা সাবেক ডেপুটি গভর্নররা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকগুলোকে পাঠানো বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/নাজমুল/সাইফ