Prothomalo:
2025-11-17@11:17:59 GMT

সাত দশকের শিল্পসম্ভার

Published: 28th, June 2025 GMT

টুকরো টুকরো মেঘ ভাসছে আকাশে। নিচে নিবিড় সবুজ গাছপালার সারি। তার ভেতর দিয়ে এঁকে-বেঁকে বয়ে গেছে নদীটি। এক পাশে সিঁড়ি বাঁধানো ঘাট। সেখানে বজরা নোঙর করে আছে। অন্য তীরে নৌকা বেয়ে যাচ্ছে মাঝি। ‘ধানসিঁড়ি নদী’।

কবি জীবনানন্দ দাশ বরিশালের ঝালকাঠির এই ধানসিঁড়ি নদীর সৌন্দর্য চিরকালীন করে রেখেছেন তাঁর কবিতায়। সেই ধানসিঁড়ি নদীকে রঙে রেখায় রঙিন করে তুলে এনেছিলেন বাংলার প্রকৃতির আরেক নান্দনিক রূপকার বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। ঝালকাঠিতে কোনো এক আর্টক্যাম্পে গিয়ে ২০০২ সালে জলরঙে নয়নাভিরাম করে এঁকেছিলেন ধানসিঁড়ি নদীটিকে। সেই ছবি এখন চিত্রকলা বা কবিতার অনুরাগীরা দেখতে পাবেন উত্তরার গ্যালারি কায়ায়।

বহু চড়াই-উতরাই পেরিয়ে যাত্রার ২১তম বছর পেরিয়ে এল গ্যালারি কায়া। সে উপলক্ষে ‘২১তম বর্ষপূতির প্রদর্শনী’ নামে এক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার। শিল্পী কাইয়ুম চৌধুরীর ধানসিঁড়ি নদীর ছবিসহ দেশবরেণ্য শিল্পীদের বিভিন্ন মাধ্যমের ৭০টি শিল্পকর্মের এই প্রদর্শনীতে উঠে এসেছে দেশের চারুকলা চর্চার সাত দশকের প্রতিচ্ছবি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী খোলা থাকবে ১২ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা অবধি।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানালেন, ২০০৪ সালের ২৮ মে গ্যালারি কায়ার যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই কায়া শুদ্ধ সৃজনশীলতা শিল্পকলার বিভিন্ন মাধ্যমগত উপাদানকে উপস্থাপনের চেষ্টা করে আসছে। এই দুই দশকে কায়া নবীন, প্রবীণ শিল্পীদের একক ও দলীয় শিল্পকর্মের ১৫২টি প্রদর্শনী করেছে। এ ছাড়া দেশে ও দেশের বাইরে ৯টি আর্ট ক্যাম্প, ৩৯টি আর্ট ট্রিপ ও ৭টি কর্মশালা আয়োজন করেছে। ভবিষ্যতেও শিল্পকর্ম নিয়ে কায়া তার কর্মোদ্যোগ অব্যাহত রাখবে।

মতিউর রহমান তাঁর বক্তৃতায় চারুশিল্পীদের প্রতি ব্যক্তিগত অনুরাগ ও শিল্পীদের সান্নিধ্যের স্মৃতিচারণা করেন। তিনি গত শতকের পঞ্চাশের দশকে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, রশিদ চৌধুরী, আনোয়ারুল হক, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, কাজী আবদুল বাসেত, দেবদাস চক্রবর্তী, প্রাণেশ মণ্ডল, নিতুন কুন্ডু, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবীসহ অগ্রণী শিল্পীদের নেতৃত্বে চারুকলাচর্চা ও বিকাশ, সব গণতান্ত্রিক আন্দোলনে শিল্পীদের অংশগ্রহণের বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরেন। স্মৃতিচারণা করে তিনি বলেন, পুরান ঢাকার নবাবপুর স্কুলের ছাত্র থাকাকালে চারুকলার শিক্ষক হিসেবে শিল্পী মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর ও কাজী আবদুল বাসেতকে পেয়েছিলেন। এই প্রথিতযশা শিল্পী শিক্ষকেরাই শিক্ষার্থীদের হৃদয়ে রুচি ও সৌন্দর্যের বীজ বপন করেছিলেন। সেই শিল্পচেতনা থেকেই শিল্পকলার প্রতি ব্যক্তিগতভাবে তাঁর অনুরাগ ও শিল্পকলা সংগ্রহের সূচনা। এই আলোচনায় তিনি দেশের শিল্পকলার বিকাশ, ষাট-সত্তরের দশকে ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের কর্মসূচি, প্রগতিশীল আন্দোলনে বিভিন্নভাবে শিল্পীদের যুক্ততার বিভিন্ন ঘটনা স্মৃতির আলোয় তুলে আনেন।

এর পাশাপাশি কলকাতার শিল্পীদের সাহচর্য এবং বিশ্বখ্যাত শিল্পী পাবলো পিকাসোর কাজের কথাও উঠে আসে মতিউর রহমানের আলোচনায়। উপসংহারে তিনি বলেন, প্রথম আলো অতীতের সব সরকারের আমলেই নানামুখী দমন, ভয়ভীতির ভেতর দিয়ে গেছে। এই ভীতি ও চাপ সামলে ওঠার ক্ষেত্রে সাহস ও ধৈর্য ধরতে প্রেরণা দিয়েছে হৃদয়ে থাকা গান, কবিতা, শিল্পকলার প্রতি ভালোবাসা। তিনি বলেন, শিল্প ছাড়া আনন্দ নেই, স্বপ্ন নেই, জীবন নেই। এই শিল্পীদের মধ্যে অনেকেই চিরতর চলে গেছেন, অনেকে আছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

প্রদর্শনীতে দর্শকেরা শিল্পী কামরুল হাসানের ছাপচিত্র, মোহাম্মদ কিবরিয়ার একটি বড় আকারের বিমূর্ত রীতির লিথোপ্রিন্ট, মুর্তজা বশীরের মহান ভাষা আন্দোলনের সময় করা বিখ্যাত লিনোকাট, ঈদমেলা থেকে ফেরা দুই কিশোর–কিশোরীর ড্রয়িং, কাজী আবদুল বাসেতের সন্তান কোলে মা, হাশেম খানের অ্যাক্রিলিকে আঁকা বিশালাকার বকপাখি, রফিকুন নবীর জলরঙে আঁকা ফুলদানি, চারকোলের করা বনভূমিতে সন্ধ্যা, কাকের ড্রয়িং, দেবদাস চক্রবতীর আঁকা দম্পতির রেখাচিত্র দেখতে পাবেন।

প্রদর্শনীতে ৩৫ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে। শিল্পীদের মধ্যে আরও রয়েছেন আবদুশ শাকুর, আবুল বারক আলভী, আহমেদ শামসুদ্দোহা, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আশরাফুল হক, চন্দ্রশেখর দে, ফরিদা জামান, গৌতম চক্রবর্তী, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামালউদ্দিন, কামরুজ্জামান সাগর, কনকচাঁপা চাকমা, মাহমুদুল হক, মাকসুদা ইকবাল, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মোস্তাফিজুল হক, নগরবাসী বর্মণ, রণজিৎ দাস, রতন মজুমদার, সমরজিৎ রায় চৌধুরী, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য ও সোহাগ পারভেজ।

এই শিল্পকর্মগুলো ১৯৫২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের। এসব কাজে দেশের নৈসর্গিক সৌন্দর্য, ভাষা আন্দোলন, নাচোলের সাঁওতাল আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে মানুষের জীবনসংগ্রাম, প্রেম, সন্তানের প্রতি মায়ের মমতা, ব্যক্তিগত অনুভব শিল্পীরা তুলে ধরেছেন তাঁদের নিজস্ব শৈল্পিক বাকভঙ্গিতে।

ফলে শিল্পকলার সৌন্দর্য উপভোগের পাশাপাশি গত সাত দশকের দেশের চারুশিল্পের বিকাশের গতিপ্রকৃতির একটা ধারণা পেতে পারেন আগ্রহী দর্শকেরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল পকর ম শ ল পকল র ম হ ম মদ স ন দর য

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ