পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের চাপায় জেসমিন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই সন্তানসহ চারজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জেসমিন আক্তার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের জালাল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে ইজিবাইকে করে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জেসমিন আক্তার ও তাঁর পরিবারের কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাটি বহনকারী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের সব যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

শামীম শেখ বলেন, নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক জাহিদ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্র নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ