ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার–সংলগ্ন নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের সমশেরপুর এলাকার বাসিন্দা। তিনি দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং হাসান দরবেশ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন তামিম, মেহেদী ও হাসান। নবাবগঞ্জ বাজার পার হয়ে মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদীর মা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করল?’

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এসব ব্যক্তির হিসাবের যাবতীয় তথ্য জানাতে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে সাবেক ৩ গভর্নর ও ৬ জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। হিসাবের যাবতীয় তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির হিসাবে অস্বাভাবিক কোনো লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে।

আরো পড়ুন:

১২ দিনে দেশে রেমিট্যান্স এল ১০৫ কোটি ডলার

১০০ টাকার নতুন নোট বাজারে, আসল-নকল চেনার উপায়

যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার।

ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা সাবেক ডেপুটি গভর্নররা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকগুলোকে পাঠানো বিএফআইইউ চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ