ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার–সংলগ্ন নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের সমশেরপুর এলাকার বাসিন্দা। তিনি দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং হাসান দরবেশ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন তামিম, মেহেদী ও হাসান। নবাবগঞ্জ বাজার পার হয়ে মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদীর মা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করল?’

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ