শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী আশরাফ আলী দর্জি (৭০) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২ 

ধামরাইয়ে প্রাইভেটকার উল্টে আহত ৫

আহতরা হলেন- নিহত আশরাফ আলী দর্জির স্ত্রী রেণুজা বেগম, মেয়ে সপ্না ও ভ্যানচালক মাসুদ। 

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, আজ সকালে আশরাফ আলী দর্জিকে কুকুর কামড় দেয়। ভ্যাকসিন দিতে পরিবারের সদস্যরা তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান আশরাফ আলী দর্জিকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আশরাফ আলী দর্জির মেয়ে স্বপ্ন বলেন, “আজ সকালে বাবাকে কুকুরে কামড় দেয়। ভ্যাকসিন দিতে বাবাকে হাসপাতালে নিচ্ছিলাম। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আমাদের ভ্যানকে ধাক্কা দেয়। আমরা সবাই আহত হই। স্থানীয় লোকজন আমাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনেন। হাসপাতালে  আসার পর আমার বাবা মারা যান।” 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিকেল অফিসার ডা.

অভিজিৎ নাগ অভি বলেন, “আশরাফ আলী দর্জি হাসপাতালে আনার আগেই মারা যান। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ডামড্যা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাইফুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত প কআপ উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৩ আগস্ট ২০২৫)

উয়েফা সুপার কাপে আজ ইউরোপা লিগজয়ী টটেনহামের মুখোমুখি চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি।

উয়েফা সুপার কাপ

পিএসজি–টটেনহাম
রাত ১টা, সনি স্পোর্টস ২

দ্য হানড্রেড (নারী)

সাউদার্ন–নর্দার্ন
বিকেল ৪–৩০ মি., সনি স্পোর্টস ১

দ্য হানড্রেড (পুরুষ)

সাউদার্ন–নর্দার্ন
রাত ৮টা, সনি স্পোর্টস ১

ওয়েলশ–ম্যানচেস্টার
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ১

টেনিস

সিনসিনাটি মাস্টার্স
রাত ৯টা, সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ