স্মার্টফোনে থাকা ছবি ও স্ক্রিনশট সংগ্রহ করছে স্পার্ককিটি ম্যালওয়্যার
Published: 28th, June 2025 GMT
স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘স্পার্ককিটি’ নামের ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল হ্যাকার। ম্যালওয়্যারটি বিভিন্ন ভুয়া অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে প্রবেশ করেই ফোনের গ্যালারিতে থাকা বিভিন্ন ছবি ও স্ক্রিনশট সংগ্রহ করে হ্যাকারদের সার্ভারে পাঠাতে থাকে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালানোর পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠা ক্যাসপারস্কি এ ম্যালওয়্যার শনাক্ত করেছে।
ক্যাসপারস্কির তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমেই স্পার্ককিটি ম্যালওয়্যার সক্রিয় রয়েছে। স্পার্ককিটি মূলত ‘ট্রোজান’ ধরনের ভাইরাস। ক্রিপ্টোকারেন্সি কনভারটার, মেসেজিং অ্যাপ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের অনানুষ্ঠানিক সংস্করণসহ বিভিন্ন ভুয়া অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি।
আরও পড়ুনস্মার্টফোনে ম্যালওয়্যার থাকার ৬ লক্ষণ১১ নভেম্বর ২০২৪ব্যবহারকারী যখন স্পার্ককিটিযুক্ত কোনো অ্যাপ ফোনে ইনস্টল করেন, তখন অ্যাপটি ছবি দেখার অনুমতি চায়। অনুমতি পেলে ম্যালওয়্যারটি ফোনের গ্যালারিতে থাকা সব ছবি স্ক্যান করার পাশাপাশি সেখানে থাকা স্ক্রিনশটের লেখাও শনাক্ত করে। অনেকেই নিজেদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রিকভারি ফ্রেজ বা ব্যক্তিগত তথ্য স্ক্রিনশট আকারে ফোনে সংরক্ষণ করেন। ফলে সেই স্ক্রিনশটের তথ্য কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে অর্থ চুরি করতে পারে হ্যাকাররা।
বিশেষজ্ঞদের মতে, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকা সব অ্যাপ নিরাপদ এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। কারণ, বিশ্বাসযোগ্য নাম, পরিচিত আইকন ও ভুয়া ব্যবহারকারীর রিভিউ দিয়ে ম্যালওয়্যারযুক্ত অ্যাপকে সত্যিকারের অ্যাপ হিসেবে উপস্থাপন করা হয়।
আরও পড়ুনঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য নতুন যে কৌশলে চুরি করছে ম্যালওয়্যার২৩ জুন ২০২৫সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে অ্যাপ নামানোর সময় বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা। তাঁদের মতে, অ্যাপ নামানোর আগে নির্মাতাদের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অন্য ব্যবহারকারীদের মন্তব্যও ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি যেসব অ্যাপ ফোনের গ্যালারি ব্যবহারের অনুমতি চায়, সেগুলো নামানো থেকেও বিরত থাকতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য লওয় য র স ক র নশট ব যবহ র
এছাড়াও পড়ুন:
লিখিত পরীক্ষায় প্রতারণা, মৌখিক পরীক্ষায় এসে ধরা, ৮ জনকে কারাদণ্ড
কারারক্ষী নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেওয়ায় ৮ জনের ১০ মাস করে কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার সাক্ষাৎকার দিতে আসার পর তাঁরা ধরা পড়েন। বিষয়টি আজ বুধবার কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার সাক্ষাৎকারের সময় জানা যায় ৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেননি। তাঁদের নাম করে অন্যরা লিখিত পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রকৃত প্রার্থীরা সাক্ষাৎকার দিতে এলে বিষয়টি ধরা পড়ে। লিখিত পরীক্ষার সময় কারা কর্তৃপক্ষ সব চাকরিপ্রার্থীর ছবি তুলে সংরক্ষণ করে রাখে। সাক্ষাৎকার নেওয়ার সময় সেই ছবি মিলিয়ে দেখা হয়। এভাবে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জালিয়াতিতে যুক্ত ৮ জন প্রার্থীকে শনাক্ত করার পর বিষয়টি চকবাজার থানা-পুলিশকে জানানো হয়। থানা কর্তৃপক্ষ তাঁদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন আদালত লালবাগে উপস্থিত করলে বিচারক তাঁদের কারাদণ্ড দেন।
আসামিদের জবানবন্দি থেকে দালাল চক্রের সঙ্গে জড়িত অনেক ব্যক্তির নাম পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁদের ভাষ্য, চক্রের সদস্যরা নিয়োগপ্রার্থীদের বাবা, মা, ভাই বা নিকট আত্মীয়দের সঙ্গে ৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চুক্তি করেন। কেউ কেউ সন্তানের পক্ষে অলিখিত স্টাম্পে স্বাক্ষর দিয়ে এবং ব্ল্যাঙ্ক চেক দালালদের কাছে জমা দিয়ে চুক্তি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দালালদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে আদালত চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি এজাহার দেওয়ার নির্দেশ দিয়েছেন।