স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘স্পার্ককিটি’ নামের ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল হ্যাকার। ম্যালওয়্যারটি বিভিন্ন ভুয়া অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে প্রবেশ করেই ফোনের গ্যালারিতে থাকা বিভিন্ন ছবি ও স্ক্রিনশট সংগ্রহ করে হ্যাকারদের সার্ভারে পাঠাতে থাকে। এসব তথ্য কাজে লাগিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালানোর পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠা ক্যাসপারস্কি এ ম্যালওয়্যার শনাক্ত করেছে।

ক্যাসপারস্কির তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমেই স্পার্ককিটি ম্যালওয়্যার সক্রিয় রয়েছে। স্পার্ককিটি মূলত ‘ট্রোজান’ ধরনের ভাইরাস। ক্রিপ্টোকারেন্সি কনভারটার, মেসেজিং অ্যাপ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের অনানুষ্ঠানিক সংস্করণসহ বিভিন্ন ভুয়া অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি।

আরও পড়ুনস্মার্টফোনে ম্যালওয়্যার থাকার ৬ লক্ষণ১১ নভেম্বর ২০২৪

ব্যবহারকারী যখন স্পার্ককিটিযুক্ত কোনো অ্যাপ ফোনে ইনস্টল করেন, তখন অ্যাপটি ছবি দেখার অনুমতি চায়। অনুমতি পেলে ম্যালওয়্যারটি ফোনের গ্যালারিতে থাকা সব ছবি স্ক্যান করার পাশাপাশি সেখানে থাকা স্ক্রিনশটের লেখাও শনাক্ত করে। অনেকেই নিজেদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রিকভারি ফ্রেজ বা ব্যক্তিগত তথ্য স্ক্রিনশট আকারে ফোনে সংরক্ষণ করেন। ফলে সেই স্ক্রিনশটের তথ্য কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে অর্থ চুরি করতে পারে হ্যাকাররা।

বিশেষজ্ঞদের মতে, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকা সব অ্যাপ নিরাপদ এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। কারণ, বিশ্বাসযোগ্য নাম, পরিচিত আইকন ও ভুয়া ব্যবহারকারীর রিভিউ দিয়ে ম্যালওয়্যারযুক্ত অ্যাপকে সত্যিকারের অ্যাপ হিসেবে উপস্থাপন করা হয়।

আরও পড়ুনঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য নতুন যে কৌশলে চুরি করছে ম্যালওয়্যার২৩ জুন ২০২৫

সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে অ্যাপ নামানোর সময় বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা। তাঁদের মতে, অ্যাপ নামানোর আগে নির্মাতাদের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অন্য ব্যবহারকারীদের মন্তব্যও ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি যেসব অ্যাপ ফোনের গ্যালারি ব্যবহারের অনুমতি চায়, সেগুলো নামানো থেকেও বিরত থাকতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য লওয় য র স ক র নশট ব যবহ র

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ