চট্টগ্রামে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিল লোকজন
Published: 28th, June 2025 GMT
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে চট্টগ্রাম নগরী থেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শুক্রবার রাতে পাহাড়তলী এলাকা থেকে তাকে ধরা হয়। শনিবার নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, গভীর রাতে স্থানীয় লোকজন আরজুকে তাদের কাছে দিয়েছে। তার নামে কোতোয়ালি থানায় মামলা আছে। তাই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, আরজুর বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আরজুর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে মামলা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।