ভোগবাদ ও উগ্রতা রোধে রবীন্দ্র-নজরুল চর্চা জরুরি
Published: 28th, June 2025 GMT
সমাজে অতি ভোগবাদ ও উগ্রতা রোধে তরুণ-তরুণীদের মাঝে রবীন্দ্র-নজরুল চর্চা বৃদ্ধি করা জরুরি। বাঙালি জাতি মানবিক। এই মানবিকতা বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিকে লালন করার মধ্য দিয়ে সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার অবক্ষয় রোধ করা সম্ভব।
সম্প্রতি জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতিকে কখনই সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখা উচিত নয়। এই প্রবণতা মূলত বাঙালি সংস্কৃতির ওপর এক ধরনের হামলা।
সভায় বক্তারা বাংলা সাহিত্য কৃষ্টি বিকশিত করার জন্য দলমত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে সাহিত্য সংস্কৃতি চর্চা করতে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক ড তারিকুজ্জামান সুদান, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক মীযানুর রাহমান তাসলিম, কবি মনিরুল ইসলাম, লালন গবেষক স্থপতি নাঈম রিপন, মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার সারওয়ার আলম, সংগঠক নাজমুল হাসান খান, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, সন্তু মিত্র। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ গবেষক রিয়াজ মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা-পাবনা যোগাযোগ: পরিদর্শনে দুই সচিব
রাজধানী ঢাকার সঙ্গে উত্তরের কৃষি ও শিল্প সমৃদ্ধ জেলা পাবনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনে গেছেন দুই সচিবের নেতৃত্বে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবনার উদ্দেশ্যে রওয়ানা দেন।
তারা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তাদের সঙ্গে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া প্রতিনিধিদলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
এই সফরের উদ্দেশ্য হলো-পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সেক্টরে গতি বাড়াতে ঢাকা-পাবনা সরাসরি রেল চালুর সম্ভাব্যতা যাচাই, জ্বালানি ব্যয় কমাতে ঢাকা-পাবনা ফেরী পথের দূরত্ব হ্রাসসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি চালু করা।
সফরকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, পাবনা সফরের মূল উদ্দেশ্য হলো- ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা এবং জ্বালানি ব্যয় ও সময় হ্রাস করে বিকল্প যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করার জন্য কাজিরহাট থেকে ফেরীঘাট স্থানান্তর করে খাসচরে চালু করা। এছাড়াও অনান্য সংযোগ সড়ক চালুর বিষয়ও পরিদর্শন করা হয়েছে। পাবনা থেকে ঢাকার রেল যোগাযোগ এর ক্ষেত্রে ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেল সেতুর সাথে সংযুক্ত করার জন্য ঢালার চর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা দেখাও ছিল পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।
শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাবনা সফর নিঃসন্দেহে মাইলফলক। কেননা পাবনা হচ্ছে একটি কৃষি, শিক্ষা, ওষুধ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ জেলা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন খুবই জরুরি দরকার। এ ক্ষেত্রে সরকারের দুই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাবনা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাবনা সফর করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শিমুল বিশ্বাস।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি