নারীর মুঠোফোনে ধরা পড়ল আকাশের রহস্যময় বস্তু
Published: 29th, June 2025 GMT
বাড়ির উঠানে বড় টাবভর্তি উষ্ণ পানিতে গা ভিজিয়ে আরাম করে শুয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পেমব্রোকের বাসিন্দা কোলিন। তখন রাত ৯টা হবে, হঠাৎ দেখতে পান, আকাশে রহস্যময় একটি বস্তু ভেসে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন তিনি।
পরে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে কোলিন বলেন, ‘আমি হট টাবে আরাম করছিলাম। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি, ছোট্ট কিছু একটা ভেসে বেড়াচ্ছে। আমার মনে হলো, ওটা আসলে কী?’
বস্তুটি কেমন দেখতে ছিল—প্রশ্নের জবাবে কোলিন বলেন, ‘ওটা দেখে মনে হচ্ছিল, যেন আগুনে কিছু একটা জ্বলছিল বা এমন কিছু, আর খুব দ্রুত নিচে নেমে আসছিল। আমি সত্যিই বুঝতে পারছিলাম না, ওটা আসলে কী হতে পারে।’
নিজের চোখে যা দেখছেন, তা বিশ্বাস করতে পারছিলেন না কোলিন। সঙ্গে সঙ্গে নিজের মুঠোফোন বের করে সে দৃশ্য ধারণ করা শুরু করেন তিনি। কোলিনের মুঠোফোনে ধারণ করা ভিডিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে।
ভিডিওটি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ওই এলাকায় কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। তবে সংস্থাটি ভিডিওটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
কোলিন বলেন, ‘আমি হঠাৎ আকাশের দিকে তাকালাম, তখনই আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। ভাবলাম, ঈশ্বর, এখন কী ঘটতে চলেছে?’
কোলিন মনে মনে কোনো কিছু ছুটে আসার বিকট আওয়াজ পাওয়া বা বিস্ফোরণের শব্দের আশঙ্কা করছিলেন। কারণ, সেটি দ্রুত বেড়ে নিচে নেমে আসছিল। কিন্তু তাঁকে হতবাক করে দিয়ে বস্তুটি একসময় নীরবে চোখের আড়ালে চলে যায়।
কোনো শব্দই পাননি জানিয়ে কোলিন বলেন, ‘সবকিছু এতটাই শান্ত ছিল! কোনো শব্দই পাওয়া যায়নি। আর সেটাই আমাকে আরও বেশি বিভ্রান্ত করেছে। কারণ, সাধারণত যখন কিছু উড়ে যায়, তখন তার আওয়াজ শোনা যায়।’
রহস্যময় বস্তুটি কী ছিল, তা এখনো জানা যায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ন বল ন
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি