শৌচাগারে মিলল গৃহবধূর বস্তাবন্দি লাশ
Published: 30th, June 2025 GMT
নিখোঁজের সাতদিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষ্মীন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
নিহতের বাবা ইকরামুল হক বলেন, “রিমু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সাত দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বামী দেলওয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি নানা ছলচাতুরী করেন। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তাকে আটক করে।”
তিনি আরো বলেন, “দেলওয়ারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রিমুকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ঝালাই মেকানিকের বাড়ির শৌচাগার থেকে রিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।”
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, “স্বামী রিমুকে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রেখেছিলেন। হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।”
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।