Risingbd:
2025-08-16@03:12:47 GMT

ক্ষোভ ঝারলেন মিষ্টি

Published: 30th, June 2025 GMT

ক্ষোভ ঝারলেন মিষ্টি

এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। পর্দার উপস্থিতির চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন। এবার ভুয়া ভিডিও কনটেন্ট এবং বিভ্রান্তিকর ক্যাপশন ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও ছড়ানো হয়, যার ক্যাপশনে লেখা, “খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত।” বিষয়টি নজরে আসতেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই নায়িকা।

এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, “বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি, কয়েকটি পেজ থেকে আমার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ভিডিও কনটেন্ট ছড়ানো হচ্ছে। সর্বশেষ একটি ভিডিওতে বলা হয়েছে—আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি! এমন ভিত্তিহীন তথ্য ছড়ানোর পর থেকে আমাকে অনেকেই কল দিচ্ছে, নানা প্রশ্ন করছে, যা ভীষণ বিব্রতকর।”

আরো পড়ুন:

নোংরা মন্তব্য, মিষ্টির আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

খানিকটা ব্যাখ্যা করে মিষ্টি জান্নাত বলেন, “যে ভিডিওটি দিয়ে এই গুজব ছড়ানো হচ্ছে, সেটা আসলে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরের দৃশ্য। আমি তখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠছিলাম, আশপাশে অনেকেই ছবি ও ভিডিও করছিল। সেই সাধারণ ভিডিও থেকেই কাটছাট করে মনগড়া ক্যাপশন দিয়ে কনটেন্ট বানানো হয়েছে।”

ইতোমধ্যেই বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো পেজ, তথাকথিত কিছু সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ সব তথ্য উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, “এসব ভিউ ব্যবসায়ীদের রুখতেই হবে। আইনিভাবে এর কঠোর প্রতিকার চাই।”

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর থেকে নিয়মিতই কাজ করে চলেছেন বড় পর্দায়। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কনট ন ট

এছাড়াও পড়ুন:

১০ মোটরসাইকেলে বেপরোয়া গতিতে কিশোরদল, দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি ধাক্কা লাগায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০টি মোটরসাইকেলে করে উঠতি বয়সী কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিলো। সেসময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপের সাথেএকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগে নাহিন নামের কিশোরের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, “নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পিকআপটিকেও খোঁজা হচ্ছে।”

ঢাকা/কাঞ্চন/এস

সম্পর্কিত নিবন্ধ