চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, দোকানি গ্রেপ্তার
Published: 1st, July 2025 GMT
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় এক শিশুকে (৬) যৌন নিপীড়নের অভিযোগে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে জাফর আলী (৫৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত জাফর আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায় শিশুটি জাফর আলীর মুদিদোকানে চিপস কিনতে যায়। জাফর আলীর দোকানটি তাঁর বসতঘরের সামনের অংশে। তিনি শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে তাঁর কক্ষে নিয়ে যান। শিশুটি ফিরতে দেরি হওয়ায় তার মা ওই দোকানে যান এবং তার নাম ধরে ডাক দেন। এ সময় শিশুটির কান্না শুনে এগিয়ে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি লোকজন নিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় জাফর আলী ও তাঁর পরিবারের সদস্যরা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও অভিযুক্ত জাফর আলীকে আটক করা থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতে জাফরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।
শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েকে ওই মুদি ব্যবসায়ী শ্লীলতাহানি করেছে। বিচার চাইতে গেলে তিনি ও তাঁর লোকজন উল্টো ভয়ভীতি দেখানোসহ হুমকি দেন। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘জয়ার জন্য দাঁড়িয়ে থাকতে ভালো লাগে...’
জন্মদিন মানেই বিশেষ কিছু স্মৃতি, কিছু না বলা অনুভূতির জোয়ার। আর যদি সেই জন্মদিনের গল্পের নায়িকা হন জয়া আহসান, তবে তা হয়ে ওঠে আরও একটু বিশেষ, আরও একটু আলাদা। ১ জুলাই, জয়া আহসানের জন্মদিন। দুই বাংলার সিনেমার এই অনন্যা শিল্পী জন্মদিনের দিন ভাগ করে নিলেন তাঁর জীবনের নানা দৃষ্টিকোণ, পছন্দ, না বলা অনুভূতির গল্প বলে
জন্মদিনের সেরা উপহার
জন্মদিনে উপহার কে না ভালোবাসে! জয়ার কাছে এমনই একটি উপহার আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সেটি একটি সিনেমার চিত্রনাট্য। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত আসন্ন ছবি ‘ডিয়ার মা’র স্ক্রিপ্ট জন্মদিনের দিনই হাতে পেয়েছেন তিনি। পরিচালক নিজেই বলেছিলেন, ‘এটা তোমার জন্মদিনের উপহার।’ এমন উপহার জীবনে প্রথম, জানালেন জয়া।
যে উপহার পেলে সবচেয়ে খুশি হোন জয়া
জয়া বলেন, ‘কখনও রাস্তায় চলতে চলতে কোনো শাড়ি চোখে পড়ে, ভাবি কিনব। তারপর দেখি আমার কোনো বন্ধু সেটা কিনে নিয়েছে আমার জন্য-মন ভালো হয়ে যায়।’’ তবে উপহারে সবচেয়ে খুশি হন গাছ পেলে। সেটাই তাঁর প্রকৃত ভালো লাগা।
এক চিঠির স্মৃতি
কলকাতার এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে এক অনন্য অভিজ্ঞতা ভাগ করে নেন জয়া। এক অভিনেত্রী একদিন বাড়িতে এসে, তাঁর অনুপস্থিতে, দরজার ফাঁক দিয়ে একটি চিঠি গুঁজে দিয়েছিলেন। সেই চিঠিতে লেখা ছিল, ‘তোমার জন্য দাঁড়িয়ে থাকতে আমার ভালোই লাগে। অপেক্ষা করাই যায়...’ চিঠিটি আজও নিজের কাছে রেখে দিয়েছেন জয়া। এমন অনুভবের মুহূর্ত খুব বেশি আসে না জীবনে।
মায়ের কথা মনে পড়তেই
ছোটবেলায় মাকে অনেক রঙচঙে চিঠি লিখতেন জয়া। মা পড়ে হেসে ফেলতেন, আবার সবাইকে পড়েও শুনাতেন। এখন লিখতে গেলে—‘‘কলম থেকে এক বর্ণও বেরবে না, সবটাই মনের মধ্যে থেকে যাবে। সবটাই অব্যক্ত।’’
এই প্রথম পায়েস
এবারই প্রথম জন্মদিনে জয়ার জন্য বিশেষভাবে রান্না হয়েছিল পায়েস। বানিয়েছিলেন তাঁর বন্ধু মুনমুন। রাতে খাওয়ার কথা থাকলেও, আগেই বের করে অর্ধেক খেয়ে নিয়েছিলেন জয়া।
সবই খান জয়া
সুন্দর চেহারা ধরে রাখার রহস্য? জয়া হেসে বলেন, “আমি ডায়েটের কোনো চেষ্টা করি না। আমি খেতে ভালোবাসি। খাওয়া নিয়ে অত ভাবি না।