নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় এক শিশুকে (৬) যৌন নিপীড়নের অভিযোগে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে জাফর আলী (৫৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত জাফর আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায় শিশুটি জাফর আলীর মুদিদোকানে চিপস কিনতে যায়। জাফর আলীর দোকানটি তাঁর বসতঘরের সামনের অংশে। তিনি শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে তাঁর কক্ষে নিয়ে যান। শিশুটি ফিরতে দেরি হওয়ায় তার মা ওই দোকানে যান এবং তার নাম ধরে ডাক দেন। এ সময় শিশুটির কান্না শুনে এগিয়ে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি লোকজন নিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় জাফর আলী ও তাঁর পরিবারের সদস্যরা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও অভিযুক্ত জাফর আলীকে আটক করা থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতে জাফরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েকে ওই মুদি ব্যবসায়ী শ্লীলতাহানি করেছে। বিচার চাইতে গেলে তিনি ও তাঁর লোকজন উল্টো ভয়ভীতি দেখানোসহ হুমকি দেন। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ