পুকুর পাহারার ঘরের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তত্ত্বাবধায়কের মৃত্যু
Published: 1st, July 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে পুকুর পাহারার ঘরের দরজা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাদ্দেক হোসেন (৪৮) নামের এক তত্ত্বাবধায়কের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের করমজি গ্রামে এ ঘটনা ঘটে।
মোসাদ্দেক হোসেন ওই ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে। তিনি প্রায় ২৫ বছর ধরে করমজি গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের একটি ব্যবসায়িক পুকুরের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো মোসাদ্দেক হোসেন পুকুর পাহারা দিচ্ছিলেন। রাতের দিকে তিনি পুকুরপাড়ের পাহারার ঘরের গ্রিলের দরজা বন্ধ করতে যান। এ সময় দরজার সঙ্গে লাগানো বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়। দরজা স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং দরজার সঙ্গে আটকে পড়েন।
মোসাদ্দেক হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পাশের ঘরের মূল সুইচ বন্ধ করে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেন। তখন তিনি দরজা থেকে ছিটকে পুকুরের পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে মোটরসাইকেলে তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ঘর র
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ