নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তির নাম আবদুল সালাম (৩৫)। তিনি একই ওই গ্রামের আকবর আলীর ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আবদুল সালাম গতকাল রাতে তাঁর অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ–সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে আবদুল সালামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যার অনুরোধে ফিরলেন পরেশ রাওয়াল

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি ঘিরে চলমান জল্পনা ও বিতর্কের অবসান ঘটল। সিনেমাটি নিয়ে শেষমেশ সুখবর পেলেন ভক্তরা। সিনেমায় ‘বাবু রাও’ চরিত্রে ফেরার কথা নিশ্চিত করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও অভিনেতা দুজনই জানিয়েছেন, সব মতপার্থক্য ও ভুল–বোঝাবুঝি মিটে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘পরিবারে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ভক্তদের ভালোবাসা ও সম্মানে আমি অভিভূত।’ অভিনেতা আরও বলেন, ‘যখন দর্শকেরা কোনো কিছু এতটা গভীরভাবে ভালোবাসেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। আমরা যেন কখনোই সেই ভালোবাসাকে হালকাভাবে না নিই। পরিশ্রম করে, যত্ন নিয়ে ও আন্তরিকভাবে তাঁদের এমন একটি সিনেমা উপহার দেওয়া উচিত, যা সেই ভালোবাসার মর্যাদা রাখে।’

‘হেরা ফেরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ