আহমেদাবাদে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত
Published: 2nd, July 2025 GMT
ভারতের অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন অনেক দিনের। তবে এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি। অবশেষে ২০৩৬ অলিম্পিক সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নিজেদের আগ্রহ তুলে ধরেছে ভারত। দেশটি জানিয়েছে, আহমেদাবাদে অলিম্পিক আয়োজন করতে চায় তারা।
মঙ্গলবার সুইজারল্যান্ডের লুসানে আইওসির শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের আগ্রহের কথা তুলে ধরে একটি প্রতিনিধিদল। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, গুজরাট সরকারের কর্মকর্তা এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি পি টি ঊষা।
আইওসির নতুন সভাপতি হিসেবে গত ২৩ জুন দায়িত্ব গ্রহণ করেন ক্রিস্টি কভেন্ট্রি। প্রথম সংবাদ সম্মেলনেই তিনি জানিয়ে দেন, সদস্যদের আরও বেশি মতামতের সুযোগ দেওয়ার স্বার্থে অলিম্পিক আয়োজক শহর নির্বাচনের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই স্থগিত প্রক্রিয়ার মধ্যেই ভারতের প্রতিনিধিদল অলিম্পিক আয়োজন নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০২৪ সালে অলিম্পিকের আয়োজক শহর ছিল ফ্রান্সের প্যারিস।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ