রূপগঞ্জে ট্রাক চাপায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত
Published: 2nd, July 2025 GMT
রূপগঞ্জে ট্রাক চাপায় শহীদ (৫০) নামক এক বাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার ভূলতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাড়াবালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে উপজেলার কর্ণগোপ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
নিহতের চাচা আব্দুল খালেক জানান, সে ভ্যান গাড়ি নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মহল্লায় ঘুরে ফেড়ি করে বিভিন্ন লোহার গড়দা মাল ক্রয় করে দোকানে বিক্রি করতো। প্রতিদিনের ন্যায় আজ সকালেও সে ফেড়ি করে ভাঙ্গারি মালামাল ক্রয় করতে বেরিয়েছিল।
বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান বলেন, বুধবার বিকালে উপজেলার ভূলতা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ভাঙ্গারি ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে রেখে পালিয়ে যায়।পরিবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন র পগঞ জ ন র য়ণগঞ জ ব যবস য় উপজ ল র এল ক য়
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।