শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব
Published: 5th, July 2025 GMT
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) পরিচালিত সিআরসি স্কুল।
এছাড়া স্কুল শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরষ্কার বিতরণ ও বর্তমান সক্রিয় শিক্ষকদের আইডি কার্ড প্রদান করা হয়।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বটতলায় এ ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি। এ সময় অনুষ্ঠানে সিআরসি স্কুলের শিশুদের নিয়ে নানা ধরনের ফলভিত্তিক খেলাধুলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফল ভোজনের ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন:
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
‘আদু ভাই’র নেতৃত্বে ইবি ছাত্রদল, আগ্রহ হারাচ্ছেন কর্মীরা
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) দীর্ঘদিন ধরে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারা বছরই এদের নিয়ে সমাজ ভাবুক।
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “দিনব্যাপী এই আয়োজনে শিশুরা ফল চেনে-জানে, খেলাধুলায় অংশ নেয় এবং সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। তারা যেন নিজেদের পরিবারবিহীন না ভাবে, সে লক্ষ্যেই এমন মানবিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটু হাসি ফুটুক। পরীক্ষার ফলাফলের প্রদানের দিনে এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের সকল শিক্ষক।
ঢাকা/তানিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স আরস স গঠন
এছাড়াও পড়ুন:
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসব
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে রাজধানী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উল্টো রথটান ছাড়াও পদাবলি কির্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় বৈদিক নৃত্য, ভাগবতকথা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৭ জুন রথ শোভাযাত্রা, রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। রথযাত্রার ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।
গতকাল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগের ইসকন আশ্রম মন্দির পর্যন্ত বর্ণাঢ্য উল্টো রথের শোভাযাত্রা আয়োজন করে। দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
আলোচনা সভার পর বিকেলে বরণানুষ্ঠান ও পূজার আনুষ্ঠানিকতা শেষে তিনটি বিশাল রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর প্রতিকৃতিসহ উল্টো রথযাত্রা শুরু হয়। ঢাক, কাঁসর, ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে সব বয়সের শত শত নারী-পুরুষ বর্ণাঢ্য সাজে এতে অংশ নেন। শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, পল্টন, শাপলা চত্বর, টিকাটুলি ও জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দিরেও উল্টো রথযাত্রা হয়।
এদিকে গতকাল বিকেলে চট্টগ্রামে নগরীর তুলসীধাম মন্দিরের কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি, নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির এবং শ্রীকৃষ্ণ ইসকন মন্দিরের উদ্যোগে আলাদা আলাদাভাবে উল্টো রথযাত্রা বের হয়। এসব আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে এই রথযাত্রার প্রচলন।