ঢাকার পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এসময় কর্মকর্তাদেরকে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি এই কাস্টমস হাউসটি পরিদর্শন করেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শন শেষে তিনি পানগাঁও কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের (বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট) সাথে মতবিনিময় করেন। 

এসময় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন-ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। 

একই সঙ্গে তিনি নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পানগাঁও কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা কাজে মগ্ন থাকতে হবে। এসময়ে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “সারা পৃথিবীতেই পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) এর মাধ্যমে খালাস করা পণ্য চালানের অডিট করা হয়। সেই আলোকে পানগাঁও কাস্টমস হাউস-এর পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) জোরদার করা প্রয়োজন।”

তিনি বলেন, “রাজস্ব বিভাগ যেকোন দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি। যা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধিত হয়। এমনপরিস্থিতিতে পানগাঁও কাস্টমস হাউসের সকল কর্মকর্তা কর্মচারীদের অপারেশনাল ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, ‘আধুনিক বিশ্বে উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য কার্যক্ষমতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সবাইকে আইন ও বিধি মেনে চলে কার্যক্রম সম্পাদন করতে হবে।”

ঢাকা/এনএফ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার

ফতুল্লা থানা জামায়াতের উদ্যােগে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার ফতুল্লা দক্ষিন জামায়াতের  সাংগঠনিক থানার উদ্যােগে বাদ আসর ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুুল জব্বার। 

এসময় তিনি বলেন, সমাজ পরিবর্তনে  আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  সমাজের সর্বক্ষেত্রে অন্যায় ও বিশৃঙ্খলা বিরাজমান, যদি কোরআনের বিধান দিয়ে, ওলামাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সমাজের সকল বিশৃঙ্খলা দূরীভূত হবে।

দেশের টাকা চুরি হবে না, জনগণের সম্পদ লুট হবে না, কোন বোন নিরাপত্তাহীনতায় ভুগবে না, কোন শিশু তার উপর জুলুমের ভয়ে আঁতকে  উঠবে না, এমনকি মদিনায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী একটি অধ্যায় রচিত হতে পারে।

তাই আসুন আগামী নির্বাচনে কোরআনের বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় যারাই এগিয়ে আসবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি। 

জাতীয় সংসদ নির্বাচনে সৎ আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করার লক্ষে আলেম ওলামাদের প্রতি জনগনের প্রত্যাশা সবচেয়ে বেশি । 

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ফতুল্লা সাংগঠনিক দক্ষিন থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডাক্তার ফরিদ সহ স্থানীয় আলেম ওলামাগন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর
  • সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার
  • ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়িতে রিজভী