ফিলিস্তিন রাষ্ট্রদূত উদ্বোধন করলেন ইউল্যাবের গ্লোবাল টকস সিরিজ
Published: 23rd, July 2025 GMT
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ‘গ্লোবাল টকস’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিলিস্তিন রাষ্ট্রদূত এইচ ই ইউসুফ এস ওয়াই রমাদান। ‘অবর্ণিত বাস্তবতা: প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্ব’ শীর্ষক বক্তৃতায় তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলস্টোন ১৯১৭ সালের বালফোর ঘোষণা, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং ১৯৪৮ সালের নাকবা—উল্লেখ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন।
রাষ্ট্রদূত ফিলিস্তিনের ভৌগোলিক গুরুত্ব, গাজার উপকূলবর্তী গ্যাস–সম্পদ এবং মুসলিম-খ্রিষ্টান-ইহুদি সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের জনগণ মর্যাদা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য যে সংগ্রাম করছে, তা একটি মানবিক ও ন্যায্য অধিকার।
বক্তব্যের শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ ৩ শতাধিক শিক্ষার্থীর৪ ঘণ্টা আগেচলতি বছরব্যাপী ইউল্যাব গ্লোবাল টকস সিরিজে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করবেন। বিজ্ঞপ্তি
আরও পড়ুন২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত২১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউল য ব
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট