নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের ৪ ও ছাত্রদলের ১ নেতাকে অব্যাহতি
Published: 23rd, July 2025 GMT
দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের চার ও ছাত্রদলের এক নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নার উপস্থিতিতে জরুরি সভায় সংগঠনের চার নেতা–কর্মীর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির সহদপ্তর সম্পাদক শামীম ওসমান।
অন্যদিকে আজ বুধবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে সংগঠনের এক নেতাকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া স্বেচ্ছাসেবক দলের নেতারা হলেন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোশারফ আকন্দ ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল মিয়া। অন্যদিকে ছাত্রদলের অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলম আল হুদা। তিনি নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওই পাঁচ নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ আছে। এ ছাড়া তাঁরা স্থানীয় লোকজনদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন নদ–নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট নেতা–কর্মীদের কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়া ও আলম আল হুদা মুঠোফোনে জানান, অব্যাহতি পাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ব্যাপারে দল থেকে সিদ্ধান্তের কপি আনুষ্ঠানিকভাবে হাতে পাননি। আর যেসব অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, সেসব ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দল র সদস য ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন