দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের চার ও ছাত্রদলের এক নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নার উপস্থিতিতে জরুরি সভায় সংগঠনের চার নেতা–কর্মীর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির সহদপ্তর সম্পাদক শামীম ওসমান।

অন্যদিকে আজ বুধবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে সংগঠনের এক নেতাকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া স্বেচ্ছাসেবক দলের নেতারা হলেন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোশারফ আকন্দ ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল মিয়া। অন্যদিকে ছাত্রদলের অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলম আল হুদা। তিনি নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওই পাঁচ নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ আছে। এ ছাড়া তাঁরা স্থানীয় লোকজনদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন নদ–নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট নেতা–কর্মীদের কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়া ও আলম আল হুদা মুঠোফোনে জানান, অব্যাহতি পাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ব্যাপারে দল থেকে সিদ্ধান্তের কপি আনুষ্ঠানিকভাবে হাতে পাননি। আর যেসব অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, সেসব ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দল র সদস য ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন

তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”

আরো পড়ুন:

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’

মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”

বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ