নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের ৪ ও ছাত্রদলের ১ নেতাকে অব্যাহতি
Published: 23rd, July 2025 GMT
দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দলের চার ও ছাত্রদলের এক নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্নার উপস্থিতিতে জরুরি সভায় সংগঠনের চার নেতা–কর্মীর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কমিটির সহদপ্তর সম্পাদক শামীম ওসমান।
অন্যদিকে আজ বুধবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে সংগঠনের এক নেতাকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া স্বেচ্ছাসেবক দলের নেতারা হলেন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোশারফ আকন্দ ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল মিয়া। অন্যদিকে ছাত্রদলের অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলম আল হুদা। তিনি নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ওই পাঁচ নেতা বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন বলে অভিযোগ আছে। এ ছাড়া তাঁরা স্থানীয় লোকজনদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন নদ–নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট নেতা–কর্মীদের কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রুবেল মিয়া ও আলম আল হুদা মুঠোফোনে জানান, অব্যাহতি পাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ব্যাপারে দল থেকে সিদ্ধান্তের কপি আনুষ্ঠানিকভাবে হাতে পাননি। আর যেসব অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, সেসব ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দল র সদস য ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট