ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের গোপালপুর এলাকায় আবুল হোসেন ফিলিং স্টেশনের কাছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসটির তিনজন নিহত হয়েছে। এ ছাড়া দুটি বাসের ৮–১০ জন আহত হন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক। নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ