ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আকাক্সক্ষা থেকেই শুরু হয়েছিল অভ্যুত্থানের যাত্রা। ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হয়, কিন্তু তার পতনের মধ্য দিয়ে রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর পতন হয়নি। আজ আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়ছি, অধিকার ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”

তিনি আরও বলেন, “এক বছর পার হলেও এখনো সরকার গণহত্যার বিচার সম্পন্ন করতে পারেনি। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি এবং আহত ও শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেয়নি। এটি প্রমাণ করে যে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মানসিকতা ও নীতিতে চলছে তা জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও আকাক্সক্ষার সম্পূর্ণ পরিপন্থী।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ। আজ যারা এর বিপরীত পথে হাঁটছে, তারা মূলত পুরনো শোষণব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চাইছে- যার প্রতিফলন সমাজের সর্বস্তরে দৃশ্যমান।”

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সংগঠিত করেছে এবং আগামীতেও দেশের সকল গণতান্ত্রিক লড়াইয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাবে।’

শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, ফতুল্লার সংগঠক সিয়াম সরকার ও সদস্য মেহেরাবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সরক র

এছাড়াও পড়ুন:

১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

১১২ টাকার আবেদন ফিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই ১৪টি পদে ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এদিনই ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ অক্টোবর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরে নিয়োগপ্রাপ্তদের হাতে সোমবার নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, কোনো রকমের ত্রুটি ছাড়াই এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের কোনো রকমের বেগ পোহাতে হয়নি। এই ধারা অব্যাহত থাকলে বিনা টাকায় সরকারি চাকরির প্রতি আস্থা তৈরি হবে।

একইভাবে জুবাইদা মারুফা নামে আকেজন নিয়োগপ্রাপ্ত বলেন, আমাদের এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল। সেই সঙ্গে অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম নিয়োগ আগে কখনও শুনি নাই। এই ধারা অব্যাহত থাকলে যারা যোগ্য তারাই এগিয়ে যাবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই ‘যদি, কিন্তু’ ফ্রেমে সমাজে প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই ‘যদি কিন্তু’র ধারণা ভাঙতে চেয়েছি।

যেদিন এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন প্রত্যয় নিয়েছিলাম এই নিয়োগ ১১২ টাকাতেই হবে। সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। আমাদের নিয়োগের প্রত্যেকটি পর্যায়ে আমরা আমাদের স্বচ্ছতার পরিচয় রাখতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, জুলাই স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের সন্তানরা চাকরি পাবে। আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে শতভাগ সেবার মনোভাব নিয়ে কাজ করবে এই প্রত্যাশা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • আমরা একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : নারায়ণগঞ্জে নাহিদ
  • বিএনপির ধর্মই মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা : মামুন মাহমুদ
  • বিএনপির ধর্ম মানুষের সেবা করা, কল্যাণে কাজ করা : মামুন মাহমুদ
  • বাবুল’র উদ্যোগে ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান
  • আড়াইহাজারবাসী ও বিএনপির নেতাকর্মীদের আজাদের বিশেষ বার্তা
  • যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন