রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ৮৩ জন শিক্ষার্থী ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিস্টে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, ঘটনা তদন্তে হল প্রশাসন দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। বিজয়-২৪ হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে ফেসবুকে জানালে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, “দুপুরে খাবার পর থেকেই আমার হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। আমার রুমের দুজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ। আমরা ধারণা করছি ডাল গরম অবস্থায় প্যাকেট করায় ডালটা নষ্ট হয়ে যায়। এ কারণে এমনটা হতে পারে।”

হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, “৫ আগস্ট বিজয় ফিস্ট উপলক্ষে যে খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, পেট ফুলে যাওয়া, মাথা ঘুরানোর মতো বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে আমরা চিন্তিত যে খাবারটি ঠিকভাবে রান্না বা পরিবেশন করা হয়েছে কিনা অথবা বাসি খাবার দেওয়া হয়েছে কিনা।”

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক।‌ খাবার খেয়ে ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারো গ্যাস্ট্রিক, কারো ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। কেনো এমন হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, “আজ আমি ডিউটিতে ছিলাম না। দায়িত্বরত তিনজন চিকিৎসক আজকে রোগী দেখেছেন। তাদের সঙ্গে কথা হয়েছে। পেটের সমস্যার কারণে আনুমানিক ১৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন শ ক ষ র থ

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক 

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সব ব্যাংক বন্ধ থাকবে।

সরকার ঘোষিত এই বিশেষ দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেই জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করায় ব্যাংকসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন’ গত ১৭ জুলাই এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। 

গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকগুলোতেও ছুটি নির্ধারণ করে।

সার্কুলারে বলা হয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই তফসিলি ব্যাংকগুলোতেও ৫ আগস্ট ছুটি থাকবে।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম
  • ‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতায় দেশ সেরা বড়লেখা সরকারি কলেজ
  • অর্থনীতিকে চাঁঙ্গা করতে দ্রুত নির্বাচন দরকার: আযম খান
  • জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
  • ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা আয়োজন
  • রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডাক টিকিট উদ্বোধন
  • ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
  • ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক