জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা  আসিফ নজরুল। তিনি বলেন, “আমাদের প্রধান দায়িত্ব হলো—যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের যেন আমরা কখনো ভুলে না যাই।”

বুধবার (৬ আগস্ট) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কারাবন্দিদের নিয়ে আয়োজিত এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়েছিলাম। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক আদর্শ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়ে সফল হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, এই অভ্যুত্থানের পর আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে। অথচ অভ্যুত্থানের আগে শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল।”

তিনি আরও বলেন, “জুলাই কারাবন্দিদের যেসব দুঃখ-কষ্ট, নির্যাতনের গল্প আমরা আজ শুনলাম—সেগুলো হয়তো এই অনুষ্ঠানে না এলে জানতেই পারতাম না।”

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “শেখ হাসিনা সম্পূর্ণ দেশকেই কারাগারে পরিণত করেছিলেন। আর কারাগারগুলো রূপ নিয়েছিলো আয়নাঘরে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আকতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর

‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন; বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর।’’ এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকালে দিনাজপুরে যাওয়ার পথে ফুলবাড়ী শহরের যমুনা ব্রিজ মোড়ে গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে পথসভায় এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আগামীতে গণঅভ্যুত্থানের অংশীজন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন সবাই মিলে অন্তত ৫ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দরকর। সবাই মিলে যদি আমরা একটা সরকার গঠন করতে পারি রাজপথে কোন আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য উদ্দেশ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ।’’    

‘‘আমাদের প্রশাসন যেন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন বিদেশী অপশক্তির সাথে অনেক সময় হাত মিলিয়ে দেশের ক্ষতি করে,’’ বলেন তিনি। 
এ সময় উপজেলা গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  ঢাকা/মোসলেম//

সম্পর্কিত নিবন্ধ

  • অন্তত পাঁচ বছরের জন্য জাতীয় ঐক্য দরকর: নুর